এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় দুঃসংবাদ! এবার করোনা আক্রান্ত হলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী! ভর্তি হলেন হাসপাতালে!

বড়সড় দুঃসংবাদ! এবার করোনা আক্রান্ত হলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী! ভর্তি হলেন হাসপাতালে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইউরোপ, আমেরিকাকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করে, করোনা তার থাবা বাড়িয়েছে ভারতের দিকে। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ পার করে গেছে। প্রতিদিন ৫০ হাজারেও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে ৩৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। তবে, এর মধ্যে স্বস্তির খবর একটাই যে, এখনো পর্যন্ত প্রায় ১২ লক্ষ মানুষ করোনা মুক্ত হতে পেরেছেন। সম্প্রতি যে শুধু সাধারণ মানুষই করোনার জালে পড়ছেন তা নয়, করোনার থাবা থেকে রেহাই মিলছে না, সমাজের মান্যিগন্যিদেরও।

প্র্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার বিকেলেই কেদ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর করোনা আক্রান্ত হবার খবর এসেছিল। করোনা আক্রান্ত হবার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হাসপাতালে ভর্তির খবর এসেছিল। আর স্বরাষ্ট্র মন্ত্রীর করোনা আক্রান্ত হবার কয়েক ঘন্টার মধ্যেই ভেসে এলো, বিজেপির আরো এক মুখ্যমন্ত্রীর করোনায় আক্রান্ত হবার খবর। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো বিজেপির দপ্তরে।

সংবাদ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনায় আক্রান্ত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রীর মতো তিনিও নিজের করোনা আক্রান্ত হবার কথা গতকাল রাতে টুইট করে জানিয়েছেন। তিনি টুইট করেছেন, “‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভাল আছি, তবে ডাক্তারের পরামর্শে সাবধানতা হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছি। আমি অনুরোধ করছি, সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সকলেই সেল্ফ কোয়ারেন্টাইনে থাকুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রীর করোনা পসিটিভ হবার পাশাপাশি, উত্তরপ্রদেশের বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং-এর করোনা রিপোর্ট পসিটিভ এসেছে। আবার এ দিনেই করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের জনৈক মহিলা সাংসদ তথা রাজ্যের মন্ত্রী কমলারানি বরুণ। তাঁর ৬২ বছর বয়স হয়েছিল, করোনা আক্রান্ত হয়ে গত ১৮ ই জুলাই থেকে তিনি লখনোই এর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুতে যখন উত্তরপ্রদেশে বিজেপির দলীয় দপ্তরে শোকের ছায়া নেমে এসেছে, ঠিক তখনই বজ্রপাতের মতো এলো স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা আক্রান্ত হবার খবর। নিজের করোনা আক্রান্ত হবার কথা নিজেই টুইট করে স্বরাষ্ট্র মন্ত্রী লিখেছিলেন, ” আমার শরীরে কয়েক দিন ধরেই করোনার নানা উপসর্গ দেখা দিয়েছিল। তাই করোনা পরীক্ষা করাই, সেই রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে সুস্থই আছি, তবু চিকিত্‍সকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি।”

ইতিপূর্বে, গত বুধবার দেশের নয়া শিক্ষানীতির আনয়নের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর এই বৈঠকে নয়া শিক্ষানীতিতে কেন্দ্র সম্মতি জানায়। আর আশঙ্কা এখানেই যে, এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী উপস্থিত ছিলেন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বহু মন্ত্রীও। তাই প্রশ্ন উঠতে সুরু করেছে, এবার কি তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীকেই কোয়ারেন্টাইনে পাঠানো হবে?

তবে এটাও ঠিক যে, করোনা সংক্রমণের কারণেই নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে, মন্ত্রীরা একটি বিরাট ঘরে ফাঁকা ফাঁকা হয়ে চেয়ারে বসছেন, এক টেবিলে খাওয়াও বন্ধ রেখেছেন। কিন্তু এতসব মেনেও এক ঘরে বসে বৈঠক করে মন্ত্রীদের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে, এমনটাই বিশেষজ্ঞদের অভিমত। বিশেষজ্ঞদের মনে ভয়, দুশ্চিন্তা বাড়ছে এটা ভেবেই যে, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছাকাছি শুধু যে বিজেপির নেতা, মন্ত্রী বা সাংসদরাই এসেছিলেন তাই নয়, গুরুত্বপূর্ণ বহু প্রশাসনিক কর্মকর্তারাও এসেছিলেন তাঁর সংস্পর্শে। আর এর পরেই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর করোনা আক্রান্ত হবার সংবাদ দুশ্চিন্তা বাড়াচ্ছে সমস্ত মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!