এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনের দুর্দিনে সংসার ধনরত্ন ও শান্তিতে ভরে তুলতে করুন এই দেবতার নিষ্ঠাভরে পূজা, মিলবে ফল

লকডাউনের দুর্দিনে সংসার ধনরত্ন ও শান্তিতে ভরে তুলতে করুন এই দেবতার নিষ্ঠাভরে পূজা, মিলবে ফল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হিন্দু ধর্ম তেত্রিশ কোটি দেবীর আর বারো মাসে তেরো পার্বনের ধর্ম। বহু দেব-দেব দেবীর আরাধনা করে থাকেন হিন্দুরা। হিন্দু ধর্মের সর্বাধিক পূজিত আর জনপ্রিয় দেবতাদের মধ্যে অন্যতম হলেন গণেশ। পুরাণমতে তিনি রুদ্র মহাদেব শিব ও দশপ্রহরণ ধারিণী মা দুর্গার সন্তান। হিন্দু ধর্মের যে পঞ্চদেবতা আছেন (সূর্য, শিব, বিষ্ণু, শাক্ত ও গনেশ) তাঁদের মধ্যেও আছেন এই দেবতা। আর এই পাঁচদেবতার পুজো না করে কোন পুজো আরম্ভই করা যায় না।নিজের বাহন ছোট্ট ইঁদুরকে সঙ্গে নিয়ে তিনি চলে আসেন সবার আগে।

গনেশ ঠাকুর হলেন বিঘ্ননাশকারী সেই সঙ্গে শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক আবার জ্ঞান ও বুদ্ধির দেবতাও তিনিই। আর তাই যেকোন শুভ কাজ বা পূজার্চনার শুরুতে গনেশ পূজার নিদান দেওয়া হয়েছে। এমনকি মন্দির, গৃহের সম্মুখ দরজার উপরেও সিদ্ধিদাতা রূপে তিনি বিরাজ করেন। বাংলার নতুন বর্ষের প্রারম্ভ হয় তাঁর আরাধনা করেই। মা দুর্গার আগমনের কিছুদিন আগে গণেশ চতুর্থীর দিনে পুঁজিত হন তিনি। ছবি, মূর্তি দুটোতেই পূজিত হন তিনি, তবে তাঁর মূর্তিরই প্রচলন বেশি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গণেশ ঠাকুর ভক্তদের কাছে প্রিয় তাঁর কিছু বিশেষ বৈশিষ্টের জন্যও। প্রধানত তাঁর হাতির মতো মাথাটির জন্যই তিনি সকলের প্রিয়। সেই সঙ্গে তাঁর কানদুটি ও খুব বড়, বলা হয় এই বড় বড় কানদুটি দিয়ে তিনি সকলের প্রার্থনা শুনে থাকেন। তিনি সিদ্ধিদাতা, তাই মন দিয়ে তাঁর পুজো করলে তিনি অবশ্যই তার মনোস্কামনা সিদ্ধ করেন। তার উপরে গণেশ ঠাকুর কিন্তু খুব ভোজন রসিক। লাড্ডু আর মোদক তাঁর অত্যন্ত প্রিয়।

গনেশ ঠাকুরকে পুজো করে, প্রসন্ন করে নিজের অভীষ্ট লাভ করতে অনেকেই তাঁর পুজো করে থাকেন। সিধ্দিদাতা গনেশ ঠাকুরের পুজো যদি মন দিয়ে করতে পারেন তাহলে আপনার জীবন সুখ, শান্তি ,সমৃদ্ধিতে ভোরে উঠবে সৌভাগ্য এর আগমন তরান্নিত হবে আপনার জীবনে। যদি সম্ভব হয় তাহলে লাড্ডুপ্রিয় এই দেবতাকে দোকানের কেনা লাড্ডু না দিয়ে , নিজে হাতে লাড্ডু বানিয়ে তাঁর চরণে সমর্পন করুন। এতেই তিনি অধিক প্রসন্ন হবেন তিনি, আর অভীষ্টও সহজেই সিদ্ধ হবে আপনার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!