এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > থমকে গেলো অক্ষয় তৃতীয়ায় ‘দিদিকে বলো’ ২য় পর্যায়ের কর্মসূচির সূচনা ! অন্দরে জল্পনা তুঙ্গে !

থমকে গেলো অক্ষয় তৃতীয়ায় ‘দিদিকে বলো’ ২য় পর্যায়ের কর্মসূচির সূচনা ! অন্দরে জল্পনা তুঙ্গে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  এবারের একুশে বিধানসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের ভাবমূর্তিকে স্বচ্ছভাবে তুলে ধরতে এবং মানুষের আরো কাছাকাছি পৌঁয়ছে যাওয়ার  উদ্দেশ্যে ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনা  করেছিলো তৃণমূল কংগ্রেস । পরবর্তিতে এই কর্মসূচির ব্যাপক সাড়া পেয়েছিল তৃণমূল। যেখানে দেখা গিয়েছিলো এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগের কথা জানাতে পারছিলেন ‘দিদিকে বল’ কর্মসূচীর মাধ্যমে কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ব্যাপক জনপ্রিয় ‘দিদিকে বল’ কর্মসূচকে বন্ধ হতে ।

তবে বর্তমানে আবার বিভিন্ন অস্বচ্ছতা সহ নানান ধরনের অভিযোগ উঠে আসার মুহূর্তে আবারো দ্বিতীয় দফা দিদিকে বল কর্মসূচি নতুন রূপে সাধারণ মানুষের কাছে তুলে দিতে  চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এর সমস্ত রকম প্রস্তুতিপর্ব সম্পূর্ণ হয়ে আগামী ৩রা মে  সাধারনের জন্য নিয়োজিত হতে চললেও এই  মুহূর্তে ‘দিদিকে বলো-২ ‘ কর্মসূচি পিছিয়ে গেল বলে জানা যায় দলীয় সূত্র মারফত । আগামী ৩রা মে অর্থাত্‍ অক্ষয় তৃতীয়ায় তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধনের দিন রয়েছে ।

জানা যায় পুজো করে নতুন কার্যালয়ের উদ্বোধন  রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তবে  উদ্বোধনের দিন থাকছেন না তৃণমূল সুপ্রীমো  মমতা সূত্রের খবর সম্ভবত ঐ দিন অন্যত্র থাকেবন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তার ঠিক দু দিন পরেই ৫ই মে নতুন কার্যালয়ে পা রারখতে চলেছেন তৃণমূল সুপ্রীমো মমতা আর সেদিনেই একসাথে দলের অন্যান্য শীর্ষ নেতার  উপস্থিতে রাজ্য কমিটির বৌঠকের পাশাপাশি ‘দিদিকে বলো” দ্বিতীয় পর্যায়ের সূচনা হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!