এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যতই জল্পনা থাকুক শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছেন না? প্রকাশ্যেই জানিয়ে দিলেন খোদ দিলীপ ঘোষ

যতই জল্পনা থাকুক শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছেন না? প্রকাশ্যেই জানিয়ে দিলেন খোদ দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বর্তমানে গোটা বাংলা জুড়ে যে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সব থেকে বেশি জল্পনা চলছে, তার নাম শুভেন্দু অধিকারী। অনেকেই বলছেন, দলের সঙ্গে এবং সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করে শুভেন্দুবাবু বিজেপিতে যাওয়ার পথ প্রশস্ত করছেন। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, খুব তাড়াতাড়ি তৃণমূলে বিস্ফোরণ হবে। তবে সত্যিই কি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন! এই নিয়ে যখন গোটা বাংলা জুড়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে তার কাছে কোনো খবর নেই।

সূত্রের খবর, সোমবার খড়গপুর গ্রামীণ এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। যার উত্তরে কার্যত “না” শব্দ শোনা যায় দিলীপ ঘোষের গলায়। দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যোগ দিচ্ছেন? আর এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এরকম কোনো খবর আমার জানা নেই। আমায় উনি কিছু বলেননি। উনি যে পার্টিতে আছেন, সেখানকার একজন নেতা এবং মন্ত্রী। সেখানে যদি কোনো সমস্যা থাকে, সেটা তাদের পার্টির সমস্যা।”

অর্থাৎ দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বজায় রাখা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে জল্পনা চললেও, তার ব্যাপারে যে এরকম কোনো খবর নেই, তা কার্যত নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব কি করবেন, তা আগে থেকে কারও পক্ষে জানা সম্ভব না। সেদিক থেকে যদি আলোচনা হয়েও থাকে, তাহলে তা যে এখনই প্রকাশ করার মত অবস্থায় আসেনি, তা বলাই যায়। স্বাভাবিক ভাবেই মুখে দিলীপ ঘোষ একথা বললেও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চালচলন নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি এদিন রাজ্যের পুলিশ প্রশাসন নিয়েও সরব হন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “রাজ্যে হিংসার প্লাবন চলছে আইএএস, আইপিএসরা তৃণমূলের নেতাকর্মীদের মত আচরণ করছেন। আমি সাংসদ হওয়ার পরেও এখানকার জেলাশাসক আমার সঙ্গে দেখা করেননি। পুলিশ এফআইআর নেয় না। থানার ওসিরা তৃণমূলের ব্লক সভাপতি, আর ডিএম-এসপিরা তৃণমূলের জেলা সভাপতির মত ব্যবহার করেন। এভাবে প্রশাসনের রাজনীতিকরণ করা উচিত নয়।” এদিকে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও এদিন কটাক্ষ করতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে।

শীলভদ্র দত্তের মন্তব্য নিয়ে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “ওদের একজন বিধায়ক ভোটে দাঁড়াতে চাইছে না। আসলে ওখানে কোনো সম্মান নেই। তাই হতাশার কারণে বিবেকের দংশনে তিনি সাহস করে একথা বলতে পেরেছেন। এটা অনেকেরই মনের কথা। কিন্তু সবাই সাহস করে বলতে পারছেন না।” সব মিলিয়ে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে মন্তব্য করে কার্যত শোরগোল তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!