এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নজিড়বিহীন! সাড়ে তিন কোটি টাকার ঋন খেলাপ! তৃণমূল নেতার বাড়ি ও জমি দখলের নোটিশ ঝুলল!

নজিড়বিহীন! সাড়ে তিন কোটি টাকার ঋন খেলাপ! তৃণমূল নেতার বাড়ি ও জমি দখলের নোটিশ ঝুলল!

 

রাজ্যের পঞ্চায়েতের শাসকদলের নেতাদের বিভিন্ন বিষয়ে দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া নতুন কিছু নয়। তবে ঋণ নিয়ে ঋণ শোধ করতে না পারায় ব্যাংকে নোটিশ ঝোলানোর মত ঘটনা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে একাংশ। জানা যাচ্ছে, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি তাপস মাইতি তিন কোটি 58 লাখ 22 হাজার টাকা ঋণ খেলাপি করায় তার বাড়ি এবং 10 শতক জমি দখল নেওয়ার নোটিশ ঝুলিয়ে দেয় ব্যাঙ্ক কতৃপক্ষ।

জানা যায়, সোমবার বিকেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুর্গাচক শাখার অফিসার ও কর্মীরা সুতাহাটা বাজারে তৃণমূল নেতার একটি জমি এবং গোপালপুরের বাড়িতে পজিশন নোটিশ ঝুলিয়ে দিয়েছেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছেন, গত 9 জুলাই তাপস মাইতিকে ব্যাংক থেকে নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশে উল্লেখ করা হয়েছিল, 3 কোটি 58 লাখ টাকা তাপসবাবুকে প্রেমেন্ট করতে হবে।

যার জন্য ব্যাংকের পক্ষ থেকে 60 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাপসবাবু ঋণের টাকা শোধ করতে পারেননি। এমনকি ব্যাংক কর্তৃপক্ষের নোটিশের কোনো জবাব দেননি। তাই ব্যাংক কর্তৃপক্ষের থেকে তাপস মাইতির বাড়ি এবং জমির দখল নেওয়া হয়েছে। যা তাপসবাবু ব্যাংকের কাছে বন্ধক রেখেছিল। এক্ষেত্রে পরবর্তীতে আরও বন্ধক রাখা বেশ কয়েকটি জমি ব্যাংক দখল নেবে বলে ব্যাংকের তরফ থেকে থেকে জানা যাচ্ছে।

তবে গোটা ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে তৃণমূলের ব্লক কার্যকারী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাইতির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়নি। এই ক্ষেত্রে তার মোবাইল ফোন সুইচ অফ ছিল বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির মত গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঋণখেলাপি করতে পারেন তাপসবাবু! যে ক্ষেত্রে রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি মানুষের কাছে প্রকট করার চেষ্টা চালাচ্ছে, সেক্ষেত্রে ব্যক্তিগত এই ধরনের ছবি জনমানসে ভালো প্রভাব ফেলবে না বলেই মত একাংশের। তবে গোটা ব্যাপার নিয়ে দ্বিমত রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

একাংশ মনে করছেন, ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া একান্তই তাপসবাবুর ব্যক্তিগত ব্যাপার। এই ক্ষেত্রে বন্ধ করা সম্পত্তি নিলাম করে তাহলে ব্যক্তিগত স্তরে তিনি কিভাবে তার মোকাবেলা করবেন! সেটা ঋণগ্রস্ত ব্যক্তির নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে রাজনীতির কোনরকম যোগসাজশ দেখা উচিত নয়। তবে সমগ্র পরিস্থিতি নিয়ে ঘটনা পরবর্তীতে কোন দিকে এগোয়, সেদিকেই লক্ষ্য থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!