এখন পড়ছেন
হোম > জাতীয় > তিন নাম নিয়ে আলোচনা চললেও, শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন ইনিই? তীব্র জল্পনা

তিন নাম নিয়ে আলোচনা চললেও, শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন ইনিই? তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে প্রিয় “ছোড়দা” পরলোকগমন করায় সংগঠনের হাল কে ধরবেন, তা নিয়ে বাংলায় কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। তবে সোমেন মিত্রর পরবর্তী সময়কালে বাংলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি কে হবেন, তা নিয়ে এখন তিনটি নাম নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। যার মধ্যে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান।

ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্যের দলের সাংসদ এবং বিধায়কদের সঙ্গে কথা বলে ভারপ্রাপ্ত এআইসিসি নেতা গৌরব গগৈ একটি রিপোর্ট দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। এদিকে গৌরববাবুর এই রিপোর্ট পাওয়ার পরই এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল রাজ্যের তিন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অধীর রঞ্জন চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য্যের সঙ্গে কথা বলেছেন বলে খবর। জানা গেছে, কংগ্রেসের বেশ কয়েকজন জেলা সভাপতি প্রদীপ ভট্টাচার্যকেই যাতে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয় তার জন্য সওয়াল করতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের যুক্তি, প্রদীপবাবু ভালো সমঝোতা করতে পারেন। এক্ষেত্রে 2021 এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোটের ব্যাপারে তাদের সঙ্গে ভালোমতই আলোচনা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন প্রদীপবাবু। এছাড়াও তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক খুব একটা খারাপ নয়। তাই বাংলায় কংগ্রেসের হাত শক্ত করতে প্রদীপ ভট্টাচার্য্যকেই দরকার বলে জানাচ্ছেন কংগ্রেসের অনেকে।

এদিন এই প্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেন, “যিনি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পান, তাকে সঠিক কাজ করতে হবে। কিন্তু সভাপতি নির্বাচনে যত দেরি হবে, সাংগঠনিক কর্মসূচিতে তত দেরি হবে, বামেদের সঙ্গে যৌথ আন্দোলনে তার প্রভাব পড়বে। সেটা কাঙ্ক্ষিত নয়।” তবে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, খুব তাড়াতাড়ি প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতির নাম ঘোষণা করবে কংগ্রেস। এখন দেখার বিষয়, আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কংগ্রেস নেতৃত্ব বাংলায় সংগঠন কে সামাল দেওয়ার জন্য কাকে দায়িত্ব দেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!