এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বৃহস্পতিবার এবং শুক্রবার নবান্ন বন্ধ, কি হবে বিজেপির নবান্ন অভিযানের? কি বললেন বিজেপি নেতা ?

বৃহস্পতিবার এবং শুক্রবার নবান্ন বন্ধ, কি হবে বিজেপির নবান্ন অভিযানের? কি বললেন বিজেপি নেতা ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনৈতিক মহলে তৃণমূল ও বিজেপির আবারও কড়া টক্কর। সম্প্রতি গেরুয়া শিবির তাঁদের নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে যথেষ্ট তৎপর হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী নেতারা দলে দলে নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক সেই সময় রাজ্য প্রশাসন এমন একটি ঘোষণা করলেন যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। সরকারীভাবে আগামী দুদিন নবান্ন বন্ধ রাখার ঘোষ্ণা করা হয়েছে।

আগামীকাল গেরুয়া শিবিরের যখন একেবারে নবান্ন ঘেরাওয়ের প্রস্তুতি সারা, ঠিক সেসময় আজ বিকেলে নবান্নের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় বৃহস্পতিবার অর্থাৎ যেদিন বিজেপির নবান্ন ঘেরাও কর্মসূচি, সেদিন এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার নবান্ন এবং রাইটার্স স্যানিটাইজেশনের জন্য বন্ধ থাকবে। এই ঘোষণার পরেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রশাসনকে তুলোধোনা করা শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্নের সমস্ত কর্মী আধিকারিকদেরও আগামী দুদিন ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু প্রশাসনকে বিঁধে মন্তব্য করেন, রাজ্যের সরকার বুঝে গেছেন সাধারণ জনগণ তাঁদের সঙ্গে নেই আর। তাই তাঁরা নবান্ন বন্ধ করে চলে যাচ্ছে। অন্যদিকে সায়ন্তন বসু জানিয়েছেন, নবান্ন বন্ধ থাকলেও তাঁদের কর্মসূচিতে কোনরকম ভাটা পড়বে না। সূত্রের খবর, যতদূর নবান্ন অভিযানে যাওয়া যায়, তারা ততদূর গিয়ে তারপর সেখানে প্রয়োজনে সভা করবেন। অন্যদিকে নবান্ন অভিযান নিয়ে অনুমতির প্রসঙ্গ আসলে এদিন সায়ন্তন বসু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গেরুয়া শিবির অনুমতির কোন পরোয়া করেনা।

আপাতত গেরুয়া শিবিরের দলীয় কার্যক্রম যেভাবে ঠিক আছে সেভাবেই হবে বলে খবর। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, একেবারে মোক্ষম মুহূর্তে রাজ্য প্রশাসন যেভাবে নবান্ন বন্ধ রাখার ঘোষণা করলেন তাতে পরিষ্কার গেরুয়া শিবিরের কর্মসূচি বানচাল করতেই রাজ্য প্রশাসনের এই ঘোষণা। বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের কর্মসূচি বানচাল করার চেষ্টা আদৌ সফল হবে কি হবেনা, তা দেখতে নজর রাখতে হবে আগামীকাল গেরুয়া শিবিরের মিছিলের ওপর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!