এখন পড়ছেন
হোম > অন্যান্য > বৃহস্পতিবারে এই দেবীর বিধিমতো পূজা করে সৌভাগ্য ফিরিয়ে আনতে চান? জেনে নিন

বৃহস্পতিবারে এই দেবীর বিধিমতো পূজা করে সৌভাগ্য ফিরিয়ে আনতে চান? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার গুরু বৃহস্পতির নামানুসারে হয়েছে। এই দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর নামে সমর্পিত। তাই এই দিন কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে আপনি সহজেই এড়িয়ে যেতে পারেন অর্থিক সমস্যা। তাই বৃহস্পতিবারে যদি কিছু নিয়ম মেনে মা লক্ষ্মীর আরাধনা করা যায়, তাহলে সংসারে লক্ষীশ্রী বজায় থাকে এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। বৃহস্পতিবারকে তাই অত্যন্ত শুভ দিন বলে মনে করেন জ্যোতিষশাস্ত্রবিদরা।

আসুন জেনে নিই কীভাবে মা লক্ষ্মী আরাধনা করবেন বৃহস্পতিবারে।

বাড়িতে লক্ষ্মীর মূর্তি না থাকলে তারা ঘট প্রতিস্থাপন করে তাতে পুজো করতে পারবেন। আর বাড়িতে যদি লক্ষ্মীর মূর্তি থাকে তবে তাতেই পুজো করতে পারেন।

লক্ষ্মী পুজো সাধারণত ঘটেই হয়ে থাকে। পুজোর স্থান পরিস্কার করে নিতে হবে। পিতল বা মাটির ঘটে গঙ্গাজল ভরে ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে প্রথমে ।

পুজোয় ফল বা মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে নিতে হবে এর পর ।

ঘটের উপরে আমপল্লব নিয়ে উপরে একটি হরতকি রাখতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিটি আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়ে তার পর ধূপ ধুনো জ্বালিয়ে নিন।

সারা বাড়িতে পুজোর ধূপ ধুনো দেখান। এতে বাস্তু থেকে অশুভ প্রভাব দূর হয়।

সর্বশেষে লক্ষ্মীর পাঁচালি পরে পুজো শেষ করতে হবে।

অবশ্যই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় বিবাহিত মহিলাদের আলতা-সিঁদুর পরে নেওয়া বাঞ্ছনীয়।

এই ভাবে শাস্ত্র মতে মা লক্ষ্মীর পূজা করে আপনি মায়ের কৃপাদৃষ্টি লাভ করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!