এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তীব্র সঙ্ঘাতের মাঝেই হঠাৎ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর, এক ঘন্টার বৈঠক রাজভবনে+4

তীব্র সঙ্ঘাতের মাঝেই হঠাৎ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর, এক ঘন্টার বৈঠক রাজভবনে+4


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য ও রাজ্যপাল সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আজ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তবে করোনা সংক্রমনের কারণে রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে না বলে, জানা যাচ্ছে। এদিকে রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ রাজ্যপাল পাঠ করবেন কিনা? তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এই পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি রাজভবনে।

গতকাল রাজভবনে পৌঁছালে শিক্ষামন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানালেন রাজ্যপাল। হঠাৎ করে কেন তিনি গেলেন রাজভবনে? রাজ্যপালের সঙ্গে কী নিয়ে আলোচনা হলো তাঁর? সে বিষয়ে খুব বেশি কিছু তিনি জানাননি। শুধু এটুকুই জানিয়েছেন যে, রাজভবনে তিনি বৈঠক করেছেন রাজ্যপালের সঙ্গে রাজ্যের শিক্ষা বিষয়ে আলোচনা হয়েছে আবার, তাঁদের বৈঠকের পর রাজ্যপাল টুইট করে জানিয়েছেন যে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এক ঘন্টার সদর্থক বৈঠক হয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ে আলোচনা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধ রয়েছে। যার মধ্যে অন্যতম হলো শিক্ষা। রাজ্যের অভিযোগ, শিক্ষাকে সংবিধানের যৌথ তালিকায় রাখা হলেও কেন্দ্র মাঝেমাঝেই জোর করে রাজ্যের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। আবার, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ, বিশ্ববিদ্যালয়গুলির বিভিন্ন ধরণের বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছে নিজের মতামত দিয়ে থাকেন রাজ্যপাল।

তবে, সম্প্রতি একাধিক বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত দেখা দিয়েছে। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যকালের মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাত দেখা দিয়েছিল রাজ্যের। অভিযোগ উঠেছে, রাজ্যপালের সম্মতি না নিয়েই এমন পদক্ষেপ নেয়া হয়েছিল উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!