এখন পড়ছেন
হোম > জাতীয় > তীব্র করোনা আবহে এবার সিংহাসন হারাতে পারেন বিজেপি শাসিত রাজ্যের দাপুটে মুখ্যমন্ত্রী

তীব্র করোনা আবহে এবার সিংহাসন হারাতে পারেন বিজেপি শাসিত রাজ্যের দাপুটে মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তীব্র করোনা আবহ, অক্সিজেনের তীব্র অভাব, রাজ্যজুড়ে আশঙ্কাজনক পরিস্থিতি, এই অবস্থায় শোনা যাচ্ছে কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সিংহাসন হারাবার আশঙ্কা। যদিও মুখ্যমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠরা বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন। কিন্তু বিষয়টি নিয়ে কর্ণাটক বিজেপির অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। জানা গেছে, দলের বেশ কিছু বিধায়ক মুখ্যমন্ত্রীকে সিংহাসন থেকে সরাতে একেবারে উঠে পড়ে লেগেছেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগও করতে শুরু করেছেন তাঁরা।

কর্ণাটক বিজেপির বেশকিছু বিধায়ক ইয়েদুরাপ্পাকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রীর পদে আনার দাবি জানিয়েছেন। দলের অন্দরেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীকে সিংহাসন থেকে সরানোর প্রস্তুতি। জানা গেছে, বিজেপির বেশকিছু বিধায়ক এই কাজে লিপ্ত হয়েছেন। একাধিক বৈঠক হয়েছে তাঁদের মধ্যে। বিজেপির আরো কিছু হেভিওয়েট যুক্ত হতে চলেছেন তাঁদের সঙ্গে, এমনটাই জানা যাচ্ছে। আবার, অনেকে এক ধাপ এগিয়ে দিল্লী পর্যন্ত চলে গেছেন। সেখানে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাঁরা জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কর্নাটকের পর্যটনমন্ত্রী সিপি যোগেশ্বরা মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কিছুদিন আগে তিনি দিল্লি গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। আবার, অপর এক বিধায়ক অরবিন্দ বালাড মুখ্যমন্ত্রী পদে আহরণের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনিও যোগাযোগ করেছেন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। আরও বেশকিছু বিধায়ক একাজে জড়িত আছেন বলে জানা যাচ্ছে।

তবে, মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বিষয়টিকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই ধরনের কোনো খবর এখনো তিনি পাননি। করোনার পরিস্থিতি থেকে রাজ্যের মানুষকে বাঁচানোই এখন তাঁর মূল লক্ষ্য। জানা যাচ্ছে, আগামী ৭ ই জুন লকডাউন নিয়ে আলোচনা করতে একটি বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। অনেকে মনে করছেন, এই বৈঠকেই বিরোধীদের কাঠোরবার্তা দিতে চলেছেন তিনি।

ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠেরা জানিয়েছেন যে, ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণ করে দেবার মতো ভুল কখনোই করবে না দলের শীর্ষ নেতৃত্ব। তবে দলের অন্দরেই মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর যেরকম পরিকল্পনা শুরু হয়েছে। তাতে বাড়তে শুরু করেছে নানা জল্পনা, তীব্র হতে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!