তীব্র করোনা সংক্রামিত বেশকিছু রাজ্যের সঙ্গে বিমানযাত্রায় একাধিক বিধি-নিষেধ আরোপ পশ্চিমবঙ্গের জাতীয় বিশেষ খবর রাজ্য April 24, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৪ ঘন্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণ প্রায় সাড়ে ৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্রিশগড় সহ বেশকিছু রাজ্যে। এবার এই রাজ্যগুলির সঙ্গে বিমানযাত্রার বিষয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই রাজ্যগুলি থেকে বিমানে করে কেউ পশ্চিমবঙ্গে এলে, তাকে বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর টেস্ট করিয়ে তার নেগেটিভ রিপোর্ট দাখিল করতে হবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত, ইতিপূর্বেই মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা থেকে বিমানে কেউ পশ্চিমবঙ্গে এলে, বিমানযাত্রার ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছিল। এবার করোনা আক্রান্ত আরো পাঁচটি রাজ্যের বিমানযাত্রীর ক্ষেত্রেও আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এই রাজ্যগুলির করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও দিন দিন উদ্বেগজনক হতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩ হাজারের মতো মানুষ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন। যারমধ্যে কলকাতাতেই করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩০ জন। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫৮৫ জন। হাসপাতালে করোনা বেডের অভাব শুরু হয়েছে, সেফ হোম, কোয়ারেন্টাইন সেন্টারগুলি ভরে গেছে। রক্তের অভাব, অক্সিজেনের অভাব, ভ্যাকসিনের অভাব ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনার মতামত জানান -