এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তীব্রগোষ্ঠী কোন্দল, প্রাণ হারালেন হেভিওয়েট তৃণমূল নেতা, তীব্র শোরগোল রাজনৈতিক মহলে

তীব্রগোষ্ঠী কোন্দল, প্রাণ হারালেন হেভিওয়েট তৃণমূল নেতা, তীব্র শোরগোল রাজনৈতিক মহলে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল তীব্র আকার ধারণ করেছে। জেলায় জেলায় দেখা দিচ্ছে শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গতকাল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। আজ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রাণ হারালেন দক্ষিণ দিনাজপুরের হেভিওয়েট তৃণমূল নেতা কালিপদ সরকার। যিনি গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি।

আজ তৃণমূল নেতৃত্বর গোষ্ঠী কোন্দলে শেষ পর্যন্ত প্রাণ হারালেন গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকার। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গুলির কারণে নয়, হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতির। তবে পুলিশের দাবি মেনে নিতে রাজি নন অনেকেই। সবকিছু নিয়েই গঙ্গারামপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় সূত্রে জানা গেছে যে, আজ গঙ্গারামপুরের শুকদেবপুরে এক জমিকে কেন্দ্র করে তৃণমূলের দুই প্রতিদ্বন্দী গোষ্ঠীর মধ্যে প্রথমে শুরু হয় বচসা, পরে তা মারামারি ও গোলাগুলিতে রূপান্তরিত হয়। গুলি লেগে গুরুতর আহত হয়েছেন তৃণমূল কর্মী সঞ্জিত সরকার। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তাঁকে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় গুলি লেগে আহত হন পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকার।

পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকারকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গঙ্গারামপুর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এভাবে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে একজন দাপুটে নেতার প্রাণনাশের ঘটনা সামনে আসতেই, এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

তৃণমূল সূত্রের খবর, তৃণমূল নেতা কালিপদ সরকার বিপ্লব বাবুর অনুগামী বলে তৃণমূল দলে পরিচিত। গোষ্ঠীকোন্দলের কারণে গুলি লেগে তিনি প্রাণ হারিয়েছেন, বলে জানাচ্ছেন অনেকে। তবে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে যে, গুলি লেগে তাঁর মৃত্যু হয়নি। উচ্চ রক্তচাপ ও উচ্চ সুগারের সমস্যায় আক্রান্ত ছিলেন কালিপদ সরকার। এ কারণেই অকস্মাত্ তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু ঘটেছে। তবে, পুলিশের এই দাবি মেনে নিতে রাজি নন অনেকেই।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!