এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > টিকিট পেয়েও বিজেপিতে যাচ্ছেন তৃণমূল প্রার্থী, লজ্জা বাঁচাতে তড়িঘড়ি নতুন প্রার্থীর আমদানী শাসক শিবিরের

টিকিট পেয়েও বিজেপিতে যাচ্ছেন তৃণমূল প্রার্থী, লজ্জা বাঁচাতে তড়িঘড়ি নতুন প্রার্থীর আমদানী শাসক শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলের ভাঙন আরো তীব্র হয়েছে। একাধিক বিধায়ক তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থী টিকিট না পাওয়ায়। ইতিমধ্যেই অনেকেই দল ছেড়ে চলে যাচ্ছেন গেরুয়া শিবিরে। কিন্তু হঠাৎ করেই এবার অন্যরকম ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের টিকিট পাওয়া বিধায়ক প্রার্থী এবং তাঁর ক্ষোভের পরিমাণ এই পর্যায়ে পৌঁছেছে, যে তিনি সোজাসুজি দল ছাড়ার পরিকল্পনা করেছেন, এবং সেকথা ইতিমধ্যে ঘোষণাও করেছেন। পরিস্থিতি সামলাতে নতুন প্রার্থীর আমদানী।

কথা হচ্ছে হাবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মুকে নিয়ে। ইতিমধ্যেই সরলা মুর্মু জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। এই ঘটনা শাসক শিবিরের মুখ পুড়িয়েছে বলে দাবী করছে বিরোধীরা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে তড়িঘড়ি পরিস্রহিতি সামলানো হল। বিজেপিতে পা দেওয়ার আগেই তৃণমূলের ঘোষিত প্রার্থীর অপসারণ। জানা যাচ্ছে, শাসক শিবিরের পক্ষ থেকে সরলা মুর্মুর পরিবর্তে হাবিবপুরের নতুন প্রার্থী করা হয়েছে প্রদীপ বাস্কেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই ঘোষিত তৃণমূল প্রার্থীর এভাবে ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যাওয়া চূড়ান্ত অস্বস্তির সৃষ্টি করেছে তৃণমূল শিবিরে। অন্যদিকে প্রার্থী ঘোষণার পরের ক্ষোভ প্রকাশের কি কারণ জানতে চাওয়া হলে হাবিবপুরের প্রার্থীপদে টিকিট পাওয়া সরলা মুর্মু জানিয়েছেন, বরাবরই তিনি পুরনো মালদা থেকে প্রার্থী হতে চাইতেন। এই নিয়ে বহু আবেদন- নিবেদনও করেছেন তিনি। কিন্তু হাজার বলার পরেও তাঁকে সেই হাবিবপুরেই প্রার্থী করা হল।

এর জন্যই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সে কারণেই তিনি এবার দল ছাড়তে চলেছেন। বিশেষজ্ঞদের মতে, তড়িঘড়ি নতুন প্রার্থী শাসক শিবির নিয়ে আসলো বটে, কিন্তু ঘোষিত প্রার্থী টিকিট পাবার পরেও তৃণমূল ছেড়ে চলে যাওয়া কার্যত তৃণমূলকে ব্যাপক অস্বস্তির মুখে ফেলেছে ভোটের মুখে বলে মনে করা হচ্ছে। আর এই ঘটনা যে গেরুয়া শিবিরের পাল্লা ভারী করল সেকথা তো অনস্বীকার্য। আপাতত দলের ব্যাপক ভাঙন সামলাতে শীর্ষ নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করেন সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!