এখন পড়ছেন
হোম > রাজ্য > আসল বাঘগুলিকে নিয়ে এসে, ছাগলগুলোকে জঙ্গলে পাঠানো হবে: বাবুল সুপ্রিয়

আসল বাঘগুলিকে নিয়ে এসে, ছাগলগুলোকে জঙ্গলে পাঠানো হবে: বাবুল সুপ্রিয়


“আমার কাছে ছোট লাল ডাইরি আছে। তাতে সব নাম লিখে রেখেছি। যেসমস্ত পুলিশ অফিসার মানুষের ওপর অত্যাচার করছে তাঁদের সব নাম লেখা রয়েছে। চুনচুনকে মারেঙ্গে। ভুল বুঝবেন না। বিজেপি বোমা, ভোজালি শিল্পে বিশ্বাসী নয়। তাঁদের ভাতে মারা হবে। আসল বাঘগুলিকে নিয়ে এসে, ছাগলগুলোকে জঙ্গলে পাঠানো হবে।” এমনভাবেই গর্জে উঠলেন এদিন রাজ্যের বিজেপির হেভিওয়েট নেতা বাবুল সুপ্রিয় পূর্ব বর্ধমানের মেমারি মহেশডাঙা ক্যাম্পের বিজেপির নির্বাচনী জনসভায়। এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী, দলীয় পর্যবেক্ষক অনল বিশ্বাস-সহ এলাকার আরো বিজেপির বরিষ্ঠ নেতারা। দেবীপুর থেকে মাছবাজার হয়ে মহেশডাঙা ক্যাম্প অব্দি মিছিলও করে এদিন গেরুয়াশিবির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বাবুল সুপ্রিয় এদিন নির্বাচনী জনসভা করতে গিয়ে কঠোর সমালোচনা করেন রাজ্যসরকারে। একইসঙ্গে বলেন যে পুলিশও এখন দুষ্কৃতিদের অংশ হয়ে গেছে।  রাজ্যের তৃণমূল শাসক কীভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিজেদের নামে চালাচ্ছে তা সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনেন এদিন। দুর্নীতিগ্রস্থ তৃণমূলকে ব্যঙ্গ করে বলেন,” মানুষের মগজে,মনে,মনুষ্যত্বে পোকা লেগে যায় যখন তখনই বলতে হয়,রেখেছো তৃণমূল করে,মানুষ করোনি।” এটা বলেই তিনি জানান যে যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এ সামিল হতে চান তাঁদের জন্য বিজেপিট দরজা খোলা আছে। একই সঙ্গে অভিযোগের গলা চড়া করে বলেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তাঁর নির্বাচনী এলাকায় কাজ করতে চাইলেও জমি দেওয়া হয়নি তাকে। কেন্দ্র থেকে জমি দেওয়ার অনুমোদন পেলেও রাজ্যসরকার সহায়তা করেননি। ইচ্ছে ছিল আসানসোলে একাধিক বাসস্ট্যান্ড ও কমিউনিটি হল করবেন। আমজনতাকে রাজ্যসরকারের মুখোশের আড়ালে মুখ চেনাতেই এদিন সমস্ত তালিকা এলাকায় টাঙিয়ে দেওয়া হয় যাতে মানুষ সঠিকটা জানতে পারে। এমনটাই জানান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!