টিক-টকে “চ্যালেঞ্জ” করতে গিয়ে কিভাবে মারা গেলো ১০ বছরের মেয়ে? অন্যান্য আন্তর্জাতিক February 3, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আধুনিকীকরণের যুগে মানুষের জীবনের একটা বড় অংশই হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। একদম অল্প বয়স থেকেই শিশুদের কাছে চলে এসেছে স্মার্টফোন এবং তার হাত ধরেই সোশ্যাল মিডিয়ায় অবাধ বিচরন। আমাদের জীবনের বহু অংশ এই সোশ্যাল মিডিয়ায় কাটলেও, সেই সোশ্যাল মিডিয়াই কেড়ে নিল একটি ১০ বছরের ফুটফুটে শিশুর জীবন। দশ বছর বয়সী মেয়েটি, তার বাড়িতেই বাথরুমে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। তার পাঁচ বছরের ছোট বোন তাকে খুঁজে পায় বাথরুম থেকে। মেয়েটির পাশে পড়েছিল তার সেল ফোন। ইতালির পালেরমো হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু ঘটে মেয়েটির। জানা গিয়েছে, মেয়েটি টিক-টকে ইদানিং প্রচলিত “ব্ল্যাক আউট” চ্যালেঞ্জ করার চেষ্টা করছিল। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এই “ব্ল্যাক আউট” চ্যালেঞ্জ গত বছর থেকেই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। এই চ্যালেঞ্জ এর বিষয় খুবই চিন্তার। এই চ্যালেঞ্জ অনুযায়ী, কেউ যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করে তবে, কোনো উপায়ে তাকে কিছুক্ষণের জন্য অচৈতন্য হতে হবে স্বেচ্ছায়। জানা গেছে, ইতালির ১০ বছরের মেয়েটি ওই চ্যালেঞ্জ করার চেষ্টা করছিল এবং সেটাই কেড়ে নিলো তার প্রাণ। এই চ্যালেঞ্জের ব্যাপারে চিকিৎসকরা বারবারই সতর্ক করেছে। এর ফলে মস্তিষ্কে, অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং তাই মানুষ অচৈতন্য হয়ে পড়ে। ইতালি এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। তবে টিক-টকের তরফে জানানো হয়েছে, তাদের অ্যাপ্লিকেশনে এমন কিছু ভিডিও ফুটেজ তারা পায়নি, যা ওই মেয়েটিকে ব্ল্যাক আউট চ্যালেঞ্জ করতে উৎসাহিত করে। এই ঘটনার পরই গতকাল ইতালি, টিক-টককে আদেশ দায়ে, অল্প বয়সীদের ব্যবহারের ক্ষেত্রে এই অ্যাপ ব্লক করার। যাদের বয়স জানা যাবেনা তারা যাতে এই অ্যাপ খুলতে না পারে সেই আদেশই দেওয়া হয়েছে। আপনার মতামত জানান -