এখন পড়ছেন
হোম > জাতীয় > টিকা বন্টন নিয়েও কেন্দ্রীয় বঞ্চনা! সরব মমতা, চাপে বিজেপি!

টিকা বন্টন নিয়েও কেন্দ্রীয় বঞ্চনা! সরব মমতা, চাপে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে বাংলার প্রাপ্য অর্থ না দেওয়া, বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচারণ করার অভিযোগ তুলেছে রাজ্য। আর এবার টিকা বন্টনের ক্ষেত্রেও সেই কেন্দ্রের বিরুদ্ধে তোলা হলে বিস্ফোরক অভিযোগ। যেখানে সরাসরি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে বাংলার প্রতি বঞ্চনা করা হয়েছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অন্যান্য বিষয়ের মত টিকা বন্টনের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে।

জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে করোনা ভাইরাস রোধের জন্য তিন কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে একটিও ভ্যাকসিন দেওয়া হয়নি। আর সেই বিষয়টি তুলে ধরেই সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “বলতে পারেন বাংলা কেন মাত্র 1.99 কটি ডোজ পাবে? যেখানে উত্তরপ্রদেশ পায় সাড়ে তিন কোটির মত, মহারাষ্ট্র প্রায় তিন কোটির বেশি। তারা পাক, আমার আপত্তি নেই। গুজরাট, রাজস্থানের মত ছোট রাজ্যগুলো আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে। কিন্তু ওরা বাংলার বদনাম করে। আর ভ্যাকসিন দেয় না। আমরা রাজ্য সরকারের ট্রেজারি থেকে 59 কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। অন্যান্য রাজ্যে যদি তিন-সাড়ে তিন কোটি টিকা পায়, তাহলে আমি কেন এক কোটি কম পাব? এই এক কোটি পেলে আমি এক কোটি লোককে প্রথম ডোজ দিয়ে দিতে পারতাম। আমি কেন্দ্রের কাছে এই ব্যাপারে চিঠি লিখব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বিজেপি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে পশ্চিমবঙ্গের প্রতি এই ধরনের আচরণ করছে। এক্ষেত্রে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভ্যাকসিন ঠিকমতো পাঠানো হলেও, পশ্চিমবঙ্গকে প্রতিমুহূর্তে কেন বঞ্চনা করা হচ্ছে, সেই বিষয়টি তুলে ধরে কেন্দ্রের বিড়ম্বনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই নীচের দিকে নামতে শুরু করেছে। এর প্রধান কারণ বিধিনিষেধ এবং ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার ওপর জোর দেওয়া। আর সেই কারণেই দ্বিতীয় ঢেউকে অতি সহজেই বিলীন করা সম্ভব। তবে ভ্যাকসিন নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্র বনাম রাজ্যের টানাপোড়েন চলছে। আর তার মাঝেই এবার গোটা বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই যদি এই গোটা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কেন্দ্রের কাছে চিঠি যায়, তাহলে কেন্দ্রের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!