এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > টিকাকরণ নিয়ে চরম বিশৃঙ্খলতা, ভ্যাকসিন নিতে গিয়ে গুরুতর আহত একাধিক ব্যক্তি

টিকাকরণ নিয়ে চরম বিশৃঙ্খলতা, ভ্যাকসিন নিতে গিয়ে গুরুতর আহত একাধিক ব্যক্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে রাজ্যে ব্যাপকভাবে ভ্যাকসিনের ঘাটতি শুরু হয়েছিল। সম্প্রতি সে সমস্যা কিছুটা মিটেছে। কিন্তু এরপরেও ভ্যাকসিনের লাইনে চরম বিশৃঙ্খলতা, ধাক্কাধাক্কি দেখা গেল। আজ জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে ভোরবেলা থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। এরপর গেট খুলতেই শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অকর্মণ্যতার অভিযোগ উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গেট খুলতেই শুরু হয় ব্যাপক ধাক্কাধাক্কি, ধাক্কাতে পড়ে গিয়ে বেশকিছু মানুষ পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত আনা হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। এলাকার মানুষেরা অভিযোগ করেছেন, পুলিশ, প্রশাসন এর অকর্মণ্যতার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বারবার মানুষকে সচেতন করার পরও শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাড়াতে দেখা যায়নি কাউকেই। এর ফলে এই ঘটনা ঘটেছে।

এই ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানালেন যে, ধুপগুড়িতে যে ঘটনা ঘটেছে তা নাক্কারজনক। অনলাইনে যে কাজ করা যেত, তা দুয়ারে নিয়ে আসা হয়েছে। যেটা দুয়ারে পৌঁছে দেওয়া যেত, তা তৃণমূলের পতাকার নিচে নিয়ে যাওয়া হয়েছে। ধাক্কাধাক্কি হবে, ভিড় হবে, আশঙ্কাজনক অবস্থা হবে। এই নিয়ে আলোচনা হবে। এটাই তৃণমূলের লাভ। তৃণমূল যে একটা কাজ করছে সেটা বোঝা যাবে।

সুজন চক্রবর্তীর এই বক্তব্যের পাল্টা হিসেবে তৃণমূল নেতা তাপস রায় জানিয়েছেন যে, এটি দুর্ভাগ্যজনক ঘটনা। বিরোধীরা এই ধরনের কথা বারবার বলে আসছেন। এ কারণে বিরোধীদের ফিরতে হয়েছে শূন্য হাতে। এদিকে, আজ একই ধরনের চিত্র দেখা গেছে মুর্শিদাবাদ জেলাতেও। সেখানেও টিকা নিতে বিরাট লাইনে দেখা যায়। প্রচুর বিশৃঙ্খলা দেখা দেয়, হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার পর। সেসময় বারান্দায় ওঠার চেষ্টা করেছিলেন বহু মানুষ। বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার তাদের বাধা দেন বলে, অভিযোগ উঠেছে। এরপর শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!