এখন পড়ছেন
হোম > জাতীয় > টিকা নিয়ে অনিয়মের অভিযোগে এবার নাম না করেও মমতাকে তোপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, বিতর্ক তুঙ্গে

টিকা নিয়ে অনিয়মের অভিযোগে এবার নাম না করেও মমতাকে তোপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য ভুয়ো টিকাকরণ ধরা পড়ার সাথে সাথেই রাজ্যজুড়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। একদিকে যেখানে  ভুয়ো টিকাকরণ কান্ডের মাথা প্রতারক দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে, ঠিক সেসময় গেরুয়া শিবিরের নেতারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে রাজ্যের বিরুদ্ধে যেভাবে একের পর এক অভিযোগ আনছেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে ‘জঙ্গল রাজ’ বলে অভিহিত করলেন যা তীব্র অস্বস্তিজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, এদিন টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।

কার্যত এ রাজ্যের প্রশাসনকেই জঙ্গল রাজ বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি টিকাকরণ নিয়ে বিভিন্ন বেনিয়মের প্রসঙ্গে ব্যাপক নিন্দা করেছেন তিনি। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী সম্প্রতি দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে এসেছেন, ভারত সরকারের অনুমোদিত নয় এরকম একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে রাজ্য সরকার। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে নাম না করেই স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন তাঁর টুইটে। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজ্যের পরিস্থিতি না বদলালে সাধারণ মানুষের মধ্যেই টিকাকরণ নিয়ে অবিশ্বাস বাড়বে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যে ভুয়ো টিকাকরণ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে যাবতীয় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। প্রসঙ্গত কসবায় ভুয়ো টিকাকরণ শিবির ধরা পড়ার পরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার ভিত্তিতেই এই রিপোর্ট তলব হয়েছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার দিল্লি গিয়ে সোজাসুজি স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী দেখা করে যাবতীয় নালিশ জানিয়ে আসেন টিকাকরণের অনিয়ম নিয়ে। অন্যদিকে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আরেক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

তিনিও একরাশ ক্ষোভ উগরে দেন বাংলার টিকাকরণের নানা অনিয়ম নিয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যেভাবে   রাজ্য বিজেপির নেতারা কেন্দ্রের কাছে ভুয়ো টিকাকরণ ও নানা অনিয়ম নিয়ে সর্বদা নালিশ করছে তা যে একপ্রকার রাজ্যের ওপর চাপ বাড়িয়ে তোলার পদ্ধতি তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক মহলের। আপাতত দেখার কেন্দ্রীয় ও রাজ্যের বিরোধী শিবিরের চাপ কাটিয়ে উঠতে রাজ্য প্রশাসন এবার কি ব্যবস্থা গ্রহণ করে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!