এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > টিকা প্রদানকালে তৃণমূল শিবিরের প্রতি চাঞ্চল্যকর অভিযোগ, জল্পনা তুঙ্গে

টিকা প্রদানকালে তৃণমূল শিবিরের প্রতি চাঞ্চল্যকর অভিযোগ, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে যেখানে করোনার প্রতিষেধক নিয়ে দরকষাকষি চলছে, ক্রমাগত টিকার অভাব পরিস্ফুট হচ্ছে, ঠিক সে সময় তৃণমূল শিবিরের জন্য চরম অস্বস্তি তৈরি হলো একটি খবরের ভিত্তিতে বর্তমানে বিভিন্ন জেলায় ছোটো ব্যবসায়ী, টোটোচালক, অটোচালক কিংবা পরিবহণের সঙ্গে যুক্ত মানুষদের টিকা দেওয়া শুরু হয়েছে ঠিক সেরকমই উত্তরবঙ্গের ধুপগুড়ি অঞ্চলে টিকাপ্রদান চলছে কিন্তু এবার ধুপগুড়ির এক ব্যবসায়ী টিকা প্রদান নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুললেন এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

জানা গিয়েছে, এলাকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে ধুপগুড়ি ব্লক এর ঝড়আলতা-1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে রীতিমতো ধর্নায় বসেছেন এলাকার পরিচিত ব্যবসায়ী কৌশিক দত্ত। প্রশাসন সূত্রে জানা গেছে, গত 27 মে ধুপগুড়ি অঞ্চলের ডাউকিমারী হাইস্কুলে এলাকার যত ক্ষুদ্র ব্যবসায়ী, টোটো চালক, অটো চালক এবং পরিবহণ কর্মীদের টিকা দেওয়ার জন্য শিবির হয়। অন্তত 307 জনের টিকাকরণ সম্পন্ন হয়। কিন্তু ব্যবসায়ী কৌশিক দত্ত অভিযোগ তুলেছেন, শুধুমাত্র ব্যবসায়ীরা নন তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা রায়ের বেশ কিছু পরিচিত টিকা নিয়েছেন

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে সোমবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান মমতা রায়ের কাছে একটি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি যে 307 জনকে টিকা প্রদান করা হয়েছে তাঁদের তালিকা দেখতে চায় ব্যবসায়ী সমিতির সদস্য কৌশিক দত্ত। তাঁর কথা প্রাথমকভাবে পঞ্চায়েত প্রশাসন না মানায় তিনি ধর্নায় বসেন। এরপরে পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে 307 জনের তালিকা দেখানো হয় তাঁকে বলে জানা গিয়েছে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওঠা স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান মমতা রায়। তিনি জানিয়েছেন, অভিযোগ যে কেউ করতে পারেন। কিন্তু টিকাকরণের তালিকা অত্যন্ত স্বচ্ছভাবে তৈরি হয়েছে

টিকা দেওয়ার আগেই রীতিমতো ঘোষণা করা হয়েছিল সবার জন্য। কিন্তু ব্যবসায়ী কৌশিক দত্ত কোন যোগাযোগ করেননি। হঠাৎ করেই সোমবার তিনি এসে ধর্নায় বসেন। তবে পঞ্চায়েত প্রধান মমতা রায় জানিয়ে দেন, উক্ত ব্যবসায়ীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ধুপগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। সবমিলিয়ে টিকা প্রদানকালে ধুপগুড়ি অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত প্রধানকে জড়িয়ে যে অশান্তির সৃষ্টি হয়েছে এবং যে অভিযোগ উঠেছে তা যথেষ্ট চাঞ্চল্যকর বলে মনে করা হচ্ছে। আপাতত এই ঘটনা নিয়ে চাপানউতোর অব্যাহত

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!