এখন পড়ছেন
হোম > অন্যান্য > কোভিড ১৯ টিকাকরণ: আজ থেকেই শুরু টিকাকরণের মহড়া। জানুন বিস্তারিত

কোভিড ১৯ টিকাকরণ: আজ থেকেই শুরু টিকাকরণের মহড়া। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোভিড ১৯ টিকাকরণ প্রক্রিয়ার প্রস্তুতি কতদূর এগিয়েছে তার জন্য আজ থেকে শুরু হলো দুদিন ব্যাপী করোনা ভাইরাসের টিকাকরণ প্রোগ্রামের মহড়া। আজ এবং কাল ২৯শে ডিসেম্বর, পাঞ্জাব, আসাম, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট এই চার রাজ্যে করোনা ভাইরাসের টিকাকরণ প্রোগ্রামের “ড্রাই রান” চলবে।

জানুয়ারি মাস থেকেই দেশব্যাপী টিকাকরণ শুরু করার কথা মাথায় রেখেই এই দুদিন ব্যাপী ভ্যাকসিনেশনের মহড়া চালানো হচ্ছে। এই মহড়া চলাকালীন কোনো ভ্যাকসিন দেওয়া হবেনা। এই মহড়ার মাধ্যমে, যে পদ্ধতিগুলি সারা দেশব্যাপী টিকাকরনের জন্য ব্যবহার করা হবে বলে ভাবা হচ্ছে, সেগুলি কতখানি কার্যকরী বাস্তবে সেটাই পরীক্ষামূলকভাবে দেখা হবে।

সেক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, এই চার রাজ্যের প্রতিটির দুটি জেলায় চলবে টিকাকরনের মহড়া। জেলা হাসপাতাল থেকে শহর এবং গ্রামাঞ্চলের সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে এই পরীক্ষামূলক মহড়া চালানো হবে। এছাডাও যে Co-WIN অ্যাপ, যার মাধ্যমে টিকা গ্রহণকারী ব্যক্তিদের চিহ্নিত করার কথা ভাবা হচ্ছে, সেই অ্যাপিলিকেশনটি কতখানি কার্যকর হচ্ছে সেগুলি খতিয়ে দেখা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টিকাগ্রহণের পর কোনো শারীরিক সমস্যা হলে তার মোকাবিলার জন্য চিকিৎসার ব্যবস্থাও করা হবে। টিকা গ্রহণের পর গ্রহণকারীকে ৩০ মিনিট বসিয়ে রাখা হবে, যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখা যায়। বিরূপ প্রতিক্রিয়া হলে তার চিকিৎসার জন্য চিকিৎসাকেন্দ্রের ব্যবস্থা রাখা হবে বলেও জানা গেছে।

এছাড়াও এই প্রক্রিয়ার মাধ্যমে, ভ্যাকসিন সরবরাহে যে কোল্ড চেইন ব্যবহার করা হবে সেই ব্যবস্থারও পরীক্ষামূলক পর্যালোচনা করা যাবে। টিকাকরোনের প্রথম ধাপে দেশের ৩০ কোটি মানুষকে করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে সরকারি তরফে। সেই প্রক্রিয়া যাতে সুষ্ঠ ভাবে চালানো যায় সেটা দেখার জন্য এই মহড়া চালানো হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!