এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টিকিটহীন রেলযাত্রীদের সজাগ করতে স্বাধীনতা দিবসের সকালে একেবারে নবরূপে ফিরে এল চেতনা

টিকিটহীন রেলযাত্রীদের সজাগ করতে স্বাধীনতা দিবসের সকালে একেবারে নবরূপে ফিরে এল চেতনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টিকিট না কেটে ট্রেনে যারা রেল যাত্রা করেন, তাদের ত্রাস বলা হয় চেতনা ট্রেনকে। চেতনা হলো রেলের টিকিট চেকিং ট্রেন। স্টেশনের মাঝে চেতনা দেখলেই টিকিটবিহীন যাত্রীরা পালতে শুরু করেন। কেউ কেউ ভাগ্যক্রমে পালিয়ে যেতে পারেন। কিন্তু যারা ধরা পড়েন, তাদের আক্কেলসেলামি দিতে হয়। জরিমানা না দিলে জেল পর্যন্ত হতে পারে। করোনা সংক্রমনের কারণে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক না থাকার কারণে, দীর্ঘদিন এই চেতনা ট্রেন দেখা যায়নি। আজ স্বাধীনতা দিবসের দিনে আবার নতুন রূপে চেতনা ট্রেন দেখা গেল শিয়ালদহের প্লাটফর্মে।

এবারের চেতনা ট্রেন অনেক বেশী আধুনিক, অনেকটা অভিনব। ব্যাটারি বা ইলেকট্রিক দুভাবেই ট্রেনটি চালানো যাবে। কোথাও লাইন ব্রেক ডাউন হলে, তার সমাধানও করতে পারবে এই চেতনা ট্রেন। এছাড়া ট্রেনের ভেতরে বহু বিপ্লবী ও মহাপুরুষদের ছবি, জাতীয় পতাকার ছবি রয়েছে। ট্রেনের বাইরের রং করা হয়েছে জাতীয় পতাকার আদলে। সবকিছু নিয়েই অত্যন্ত অভিনব এবারের চেতনা ট্রেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানালেন যে, শিয়ালদা ডিভিশনের একটি অভিনব ভাবনা হলো নবরূপে চেতনা। এখানেই প্রথম এই ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের কোথাও তা চালু হয়নি। এখানে টিকিট চেকিং থেকে শুরু করে লাইনে যদি কোথাও ব্রেক ডাউন হয়, সমস্ত কিছুর সমাধানের ব্যবস্থা রয়েছে। ব্যাটারি বা ইলেকট্রিক দুভাবে এই ট্রেন চালানো যাবে।

এতদিন অদৃশ্য থাকার পর আবার কেন ফিরে এলে চেতনা ট্রেন? এ প্রসঙ্গে রেল সূত্রে জানা যাচ্ছে যে, লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও বেশ কিছু স্টাফ স্পেশাল ট্রেন এখন চলছে। যেগুলিতে যাত্রী সংখ্যাও যথেষ্ট। কিন্তু বহু মানুষ বিনা টিকিটে ট্রেন সফর করছেন। তাই তাদের সচেতন করতেই আবার ফিরে এলো চেতনা ট্রেন। স্বাধীনতা দিবসের দিনে একেবারে নব কলেবরে উপস্থিত হল চেতনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!