এখন পড়ছেন
হোম > অন্যান্য > তিল দিয়ে যায় চেনা, তিলের অবস্থান দেখেই জেনে নিন আপনার ভাগ্যে কি আছে।

তিল দিয়ে যায় চেনা, তিলের অবস্থান দেখেই জেনে নিন আপনার ভাগ্যে কি আছে।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- শরীরের আনাচে কানাচে ফুটে ওঠা ছোট্ট একটি কালো দাগ, অনেক সময় আপনার স্টাইল স্টেটমেন্টের বারোটা বাজিয়ে দেয়। চোখের তলায় কিংবা নাকের ওপর এমনকি ঠোঁটেতে কালো ছোট এই দাগ আপনার সৌন্দর্যকে এক পলকে অনেকখানি কমিয়ে দিতে যথেষ্ট। তবে তিল হিসাবে পরিচিত সেই কালো দাগ নিয়ে জ্যোতিষ কিন্তু অনেক কথাই বলে। শুধু জ্যোতিষ নয়, পুরাকালেও খনার বচনে এই তিল তত্ত্বের অনেক উল্লেখ পাওয়া যায়। যদিও অনেকেই একে কুসংস্কার বলে মনে করেন, তবুও জ্যোতিষবিজ্ঞান অনুসারে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় অবস্থান করা এই কালো দাগ থেকে বলে দেওয়া যায় আপনার ভূত-ভবিষ্যৎ-বর্তমান। তাই কখনোই এই তিলকে অবহেলা করবেন না। বরঞ্চ আসুন জেনে নেওয়া যাক আপনার শরীরে অবস্থিত এই তিলের মাহাত্ম্য কোথায়।

যদিও ছেলে বা মেয়ে হিসাবে এই তিলের অবস্থার এক এক রকম কথা বলে, তবুও বলা হয় কোন ব্যক্তির দেহে যদি ১২ টির বেশি তিল থাকে তবে ওই ব্যক্তি জীবনে সুখ শান্তি পায় না এবং তাদের পদে পদে অর্থ কষ্ট সহ্য করতে হয়। এছাড়া ডান ভ্রুতে তিল থাকলে ব্যক্তির দাম্পত্য জীবন ভালো হয় বলেও মনে করা হয়। অন্যদিকে বাম ভ্রুতে তিল থাকলে দাম্পত্য কলহ হয়। তবে ভ্রুর তিল প্রায়ই আপনার ভ্রমণ ভাগ্যকেই সূচিত করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই তিল যদি আপনার ডান কাঁধে থাকে, তবে ব্যক্তি দৃঢ়চেতা হয়, আর বাম দিকে থাকলে তিনি অল্পতেই রেগে যান বলে মনে করা হয়। তবে এটি যদি থাকে আপনার হাতে তবে সেই ব্যক্তি চালাক হন বলে মনে করা হয়। ডান হাতে থাকলে তিনি শক্তিশালী হন আবার ডান হাতের পেছনদিকে থাকলে তা আপনাকে ধনী করতে যথেষ্ট বলে মনে করা হয়। তবে এই তিল যদি থাকে আপনার বামহাতে, তবে সেই ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন বলে মনে করা হয়, আবার বাম হাতের পিছনের দিকে থাকলে সেই ব্যক্তি হন কৃপণ প্রকৃতির।

এছাড়া মাথার মাঝখানে তিল থাকা ভালো বলে মনে করা হয়। বলা হয়, মাথার মাঝখানে তিল থাকলে তা ওই ব্যক্তির ভালোবাসার প্রতীক হিসাবে পরিচিত হয়। এছাড়া মাথার ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি পন্ডিত হন। এছাড়া মাথার ডান দিকে তিল ধন ও বুদ্ধির চিহ্ন হিসেবে পরিচিত। অন্যদিকে বাম দিকে তিল থাকলে সেই ব্যক্তি অর্থের অপচয় করেন এবং তার জীবনের নিরাশা পূর্ণ হয় বলে মনে করা হয়। যাদের চোখের মণিতে তিল থাকে তারা ভাবুক প্রকৃতির এবং সৃষ্টিশীল হন বলে মনে করা হয়। এদের এই তিল যদি চোখের ডান দিকে অবস্থান করে তবে তাদের বিচার বিবেচনা অনেক উঁচু দরের হয় বলেও বলা হয়।

তবে চোখের পাতায় তিল যদি বামদিকে হয় তবে তারা অনেক বেশি সংবেদনশীল হন বলে মনে করা হয়। কানে তিল থাকলে ব্যক্তি দীর্ঘায়ু হন। মুখে তিল থাকলে সেই ব্যক্তির সুখী এবং ভদ্র প্রকৃতির হয় বলা হয়। তবে এরা জীবনে খুব ভালো জীবনসঙ্গী খুঁজে পান এবং সুখী হন বলেও বলা হয়ে থাকে। নাকে তিল থাকলে তা ব্যক্তির প্রতিভাকেই বোঝায়। এছাড়া নাকে তিল মেয়েদের ক্ষেত্রে সৌভাগ্যের পরিচায়ক। তবে এই তিল যদি ঠোটের উপর হয় তাহলে তা ভালোবাসার বা ভালোবাসাপূর্ণ হৃদয়ের পরিচয় দেয়। অন্যদিকে নিচের ঠোঁটে তিল থাকলে সেই ব্যক্তির জীবনে দারিদ্র্য আসবে বলেও মনে করা হয়। এছাড়া গালে তিল থাকা ব্যক্তিকে ধনী হওয়ার ইঙ্গিত দেয় বলে মনে করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!