এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তিন বছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র” – বিস্ফোরক অভিযোগ অভিষেকের

“তিন বছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র” – বিস্ফোরক অভিযোগ অভিষেকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলপির জনসভা থেকে প্রধান প্রতিপক্ষ বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তিনি। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি জানালেন যে, কেন্দ্রীয় সরকার প্রতিবছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। তিনি অভিযোগ করলেন যে, বাংলার মানুষের টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা থেকে ১ হাজার কোটি টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী আম্ফানের সময়ে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, আম্ফান ঝড়ের পর রাজ্যে এসে হেলিকপ্টারে করে ১৫ মিনিট ঘুরেই পালিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেসময়ে সময়ে রাতের পর রাত নবান্নে জেগে কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, যখন আম্ফান ঝড় হয়েছিল, সেসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখা যায়নি। সে সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন যে, তাঁর বিরুদ্ধে সিবিআই, ইডিকে লাগিয়ে কোন লাভ হবে না। রাজ্যকে কালিমালিপ্ত করার যদি কোন প্রমাণ থাকে তবে তিনি ফাঁসির মঞ্চে উঠবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, উন্নয়নের নিরিখে লড়াই করার ক্ষমতা আছে কি বিজেপির? তিনি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি কি কি কাজ করেছেন? তার পরিসংখ্যানের বিচার করে লড়াই করা হোক।

অভিষেক বন্দোপাধ্যায় জানালেন যে, বিজেপির পক্ষ থেকে আয়ুষ্মান ভারত এর কথা বলা হচ্ছে। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন মাত্র ১ কোটি কোটি ২০ লক্ষ মানুষ। তবে, স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত রয়েছেন রাজ্যের ১০ কোটি মানুষ। তিনি জানালেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের ১৮ হাজার টাকা দেয়া হবে। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বাংলার মানুষকে কখনোই টাকা দিয়ে কেনা যায় না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। এই লড়াই হল বহিরাগতদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়ার লড়াই। বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি জানালেন যে, যারা বলেছেন এবার বিজেপি ২০০ পার করবে, তাঁরা এই কুলপির মাঠে জনসভা করে দেখান। ৩১ এ ৩১ টি আসন পাওয়ার আগে একটি বুথে বিজেপিকে পদ্ম ফুটিয়ে দেখাবার চ্যালেঞ্জ করলেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!