এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তিন হেভিওয়েটের পর এবার অসুস্থ ফিরহাদ হাকিম, হতে চলেছে করোনা পরীক্ষা

তিন হেভিওয়েটের পর এবার অসুস্থ ফিরহাদ হাকিম, হতে চলেছে করোনা পরীক্ষা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার মাঝরাতে প্রেসিডেন্সি জেলে যাবার পরেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, তাঁদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। এরপর গতকাল সকালে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁকেও এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মদন মিত্রের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। এবার জানা যাচ্ছে, মন্ত্রী ফিরহাদ হাকিমও অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল দুপুর বেলা থেকেই তাঁর জ্বর এসেছে, সেই সঙ্গে রয়েছে পেট খারাপের সমস্যা।

গতকাল মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের করোনা টেস্ট করানো হয়েছিল, সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, এখন তাঁরা স্থিতিশীল রয়েছেন। এদিকে প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছেন ফিরহাদ হাকিম। জ্বর ও পেট খারাপের সমস্যায় ভুগছেন তিনি গতকাল থেকে। জানা যাচ্ছে, এখনো তাঁর জ্বর রয়েছে। কিন্তু এর পরেও এসএসকেএম হাসপাতালে যেতে আপত্তি করেছেন তিনি। জেল হাসপাতালেই তাঁর চিকিৎসা করাতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জ্বর ও পেটে ব্যথা থাকার কারণে আজ ফিরহাদ হাকিমের করোনা পরীক্ষা করানো হবে। অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট করানো হবে তাঁর। গতকাল তাঁকে জ্বরের কারণে প্যারাসিটামল দেওয়া হয়েছিল। তবে, এখনো তাঁর ১০২ এর কাছাকাছি জ্বর আছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে পেট ব্যথার সমস্যা থেকেও মুক্তি পাননি তিনি। এদিকে করোনা সংক্রমনের আশংকায় একাধিকবার জেল স্যানিটাইজেশন করা হয়েছে।

গত সোমবার জেলের মূল ফটক থেকে শুরু করে প্রায় সমস্ত স্থান স্যানিটাইজেশন করা হয়। গতকালও একাধিকবার স্যানিটাইজেশন এর কাজ চলছে। তীব্র করোনা পরিস্থিতির কারণে ঘনঘন জেল স্যানিটাইজেশন চলবে বলে জানা গেছে। জেলে থাকা হেভিওয়েট ও অন্যান্য আবাসিকদের করোনা মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে আজ মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!