এখন পড়ছেন
হোম > রাজ্য > তিন জঙ্গিকে ধরলেও চিন্তা বাড়ছে রাজ্যের, পলাতক জঙ্গিকে ধরতে তৎপর প্রশাসন!

তিন জঙ্গিকে ধরলেও চিন্তা বাড়ছে রাজ্যের, পলাতক জঙ্গিকে ধরতে তৎপর প্রশাসন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি রাজ্য থেকে ধরা পড়ে তিন জঙ্গি। যে ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি খাস কলকাতা থেকে তিন জেএমবি জঙ্গি ধরা পড়তেই রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে তিনজন জেএমবি জঙ্গি ধরা পড়লেও, একজনকে ধরা সম্ভব হয়নি বলে বিস্ফোরক তথ্য উঠে এল। যার ফলে সেই পলাতক জঙ্গিকে নিয়ে এখন চিন্তা বাড়ছে তদন্তকারীদের মধ্যে।

সূত্রের খবর, সম্প্রতি কলকাতার হরিদেবপুর এলাকা থেকে তিন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের মধ্যে আরও একজন জঙ্গি চম্পট দিয়েছে। আর সেলিম মুন্সি নামে সেই জঙ্গী কোথায় আশ্রয় নিয়েছে, এখন সেই রহস্য সন্ধান করতেই তৎপর কলকাতা পুলিশের গোয়েন্দা গোষ্ঠী। অনেকেরই আশঙ্কা, একজন জঙ্গি পালিয়ে যাওয়ায় চিন্তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা পশ্চিমবঙ্গে এই জঙ্গিদের আশ্রয় যে অত্যন্ত নিরাপদ হয়ে উঠেছিল, তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। সেই কারণেই রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন জঙ্গিকে। তবে একজন চম্পট দেওয়ার কারণে ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে টার্গেট করে সেই পলাতক জঙ্গি আরও বড় কোনো চক্রান্তের জাল বুনতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ। তাই অবিলম্বে সেই পলাতক জঙ্গিকে গ্রেফতার করার রাস্তা খুঁজতে শুরু করেছে তদন্তকারীরা।

তদন্তকারীদের একাংশ বলছেন, অবিলম্বে যদি সেই পলাতক জঙ্গিকে ধরা না যায়, তাহলে বিপদ আরও বৃদ্ধি পেতে পারে। তাই এখন তিন জঙ্গিকে জেরা করে তাদের সাথে থাকা পলাতক জঙ্গিকে গ্রেপ্তার করাই প্রধান উদ্দেশ্য গোয়েন্দাদের কাছে। কেননা এমনিতেই ভারতের স্বাধীনতা দিবসের আগে বিভিন্ন নাশকতার ছক কষছে দেখা যায় জঙ্গিগোষ্ঠীকে। সেদিক থেকে অন্যান্য রাজ্যের বড় বড় শহরের মতো এই রাজ্যের কলকাতাও তাদের তালিকার মধ্যে থাকে।

আর সামনে 15 আগস্টের আগে সম্প্রতি কলকাতা থেকে জেএমবি-এর তিন জঙ্গি গ্রেপ্তার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে তাদের সাথে থাকা আর এক জঙ্গি পলাতক হয়ে যাওয়ার কারণে এখন কিছুটা হলেও চিন্তা বাড়ছে গোয়েন্দাদের মধ্যে। সব মিলিয়ে সেই পলাতক জঙ্গিকে ধরতে কি পদক্ষেপ গ্রহণ করেন গোয়েন্দারা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!