এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চূড়ান্ত নাটকের পর ৩ প্রভাবশালী নেতার তৃণমূলে যোগ! পাল্টা বিস্ফোরক অভিযোগ বিজেপির

চূড়ান্ত নাটকের পর ৩ প্রভাবশালী নেতার তৃণমূলে যোগ! পাল্টা বিস্ফোরক অভিযোগ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন শিথিল হওয়ার পর এখন দলবদলকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোন দলের হেভিওয়েট নেতাকে কোন দল ভাঙ্গিয়ে নিজেদের দিকে আনতে পারে, তা নিয়ে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে শাসক থেকে বিরোধী দলের মধ্যে। শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় কারা উত্তীর্ণ হবে, তা বিধানসভার ভোটবাক্স খোলার পরেই বোঝা যাবে। তবে বর্তমানে যেভাবে এই দলবদল প্রক্রিয়াকে কেন্দ্র করে শোরগোল পড়েছে, তাতে একে অপরের দিকে অভিযোগ করতে ছাড়ছে না কোনো পক্ষই।

সূত্রের খবর, রবিবার কোচবিহারের কুর্শামারি হাইস্কুল প্রাঙ্গণে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেখানে মাথাভাঙ্গা 1 ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে দলের পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন। আর এই যোগদান প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক নাটক চলেছে বলেই দাবি বিজেপির।

কেননা ত্রিশঙ্কু হয়ে যাওয়া এই গ্রাম পঞ্চায়েতে আগামী বুধবার বোর্ড গঠন হওয়ার কথা। কিন্তু তার আগে যেভাবে নির্দল তিন সদস্যকে নিজেদের দিকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল শাসক দল, তাতে কিছুটা হলেও চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে 13 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের পাঁচটি তৃণমূল, পাচটি বিজেপি এবং তিনটি আসন নির্দল দখল করে। আর এর পরেই নির্দল এবং বিজেপি পঞ্চায়েত সদস্যরা একজোট হয়ে বোর্ড গঠন করে ফেলে। তারপর একাধিকবার এখানে বোর্ড গঠনকে কেন্দ্র করে ভাঙা-গড়ার খেলায় মশগুল হয়েছে শাসক থেকে বিরোধী নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, নির্দল এবং বিজেপি পঞ্চায়েত সদস্যরা বোর্ড গঠনের পরেই রীতিমত গোপন আস্তানায় চলে গিয়েছিল। ফলে দীর্ঘদিন এই পঞ্চায়েত সংখ্যালঘু হয়ে পড়ে। কিন্তু এবার সেখানকারই নির্দল তিন সদস্যকে নিজেদের দিকে টেনে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে অনেকটাই কোণঠাসা করে দেওয়া হলেও বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন তারা হঠাৎ করে তৃণমূলে যোগ দিলেন?

এদিন এই প্রসঙ্গে নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য মজিবর রহমান বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে টালবাহানার কারণে সাধারণ মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মানুষের কথা ভেবে আমরা তৃণমূলে যোগদান করলাম।” এদিকে নিজেদের দলে তিন পঞ্চায়েত সদস্যকে যোগদান করিয়ে এবং সেই পঞ্চায়েত দখল করার পথে এগিয়ে কিছুটা আত্মপ্রত্যয়ী তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, “আমরা কুর্শামারির তিনজন নির্দল সদস্যকে দলে যোগদান করালাম। তারা অনেক আগে দলে যোগদান করার জন্য আবেদন করেছিল। দলে এনিয়ে আলোচনার পর এদিন যোগদান প্রক্রিয়া অনুষ্ঠিত হল।” তবে বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনাকে নাটক বলে দাবি করা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলেন, “কুর্শামারিতে নির্দলরা আগে থেকেই তৃণমূলের অংশ ছিল। ওখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চাপা দিতে যোগদান অনুষ্ঠান করা হল। মানুষ এসব দেখছে। সময়ে তৃনমূল ঠিক জবাব পেয়ে যাবে।” আর বিজেপির এই দাবিকে ঘিরে এবার রাজনৈতিক মহলে ব্যাপক সোরগোল তৈরি হয়েছে। যেভাবে বিজেপির পক্ষ থেকে এই দলবদলকে নাটক বলে দাবি করা হল, তাতে চাঞ্চল্য আরও বাড়ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে রাজনৈতিক চাপানউতোর অনেকটাই বৃদ্ধি পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!