এখন পড়ছেন
হোম > জাতীয় > তিন তালাক নিয়ে মুখ খুললেন সিপিআইএম নেতা, জেনে নিন বিস্তারিত

তিন তালাক নিয়ে মুখ খুললেন সিপিআইএম নেতা, জেনে নিন বিস্তারিত


দীর্ঘ টালবাহানার পর অবশেষে লোকসভায় পেশ হল তিন তালাক বিরোধী বিল। গতকাল লোকসভায় এই তিন তালাক বিরোধী বিল নিয়ে প্রবল আলোচনা চলে। যেখানে বিলের স্বপক্ষে ও বিরোধিতায় থেকে একে অপরের বিরুদ্ধে প্রবল বিবাদে জড়িয়ে পড়ে শাসক ও বিরোধী পক্ষ। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কংগ্রেস, এআইডিএমকের মত বেশ কয়েকটি রাজনৈতিক দল ওয়াকআউটও করে। তবে এই তিন তালাক বিরোধী বিল পাসের সময় অনেক বিরোধী দলের সাংসদরা সংসদে থেকে বিতর্কে অংশও নিয়েছিলেন। যার মধ্যে ছিলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।

সূত্রের খবর, এদিন সংসদে তিন তালাক বিরোধী বিল পাসের সময় সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করেন তিনি। এই বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং সংঘ পরিবারকে একযোগে আক্রমণ করে বিলের খসড়া সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছেন সিপিএমের এই সাংসদ।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মহম্মদ সেলিম বলেন, “বিজেপি মুসলিম পুরুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে গণ্য করে। আর ওরাই মুসলিম মহিলাদের সুবিচারের কথা ভাবছে। আসলে মুসলিম মহিলাদের সঙ্গে কেন্দ্র কুমিরের কান্না কাঁদছে।”

অন্যদিকে প্রধানমন্ত্রীর করা দাবিকে নস্যাৎ করে সিপিএম সাংসদ বলেন, “প্রগতিশীল মুসলিম মহিলাদের সংগঠন গত পঞ্চাশ বছর ধরে এই আন্দোলন করে আসছে। তাই পাঁচ বছর ধরে এই তিন তালাক আন্দোলন শুরু হয়েছে এই দাবি ভিত্তিহীন।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সামনেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটে বিজেপিকে সংখ্যালঘু বিদ্বেষী তকমা দিতে উঠেপড়ে লেগেছে বিরোধীদলগুলো। এদিন তিন তালাক বিরোধী বিল পেশের সময়ও বিজেপির ওপর সেইভাবেই চাপ প্রয়োগের চেষ্টা করলেন বঙ্গের সিপিএম সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!