তিনদিনে দু-দুবার ইডির জেরার মুখে পরে নাজেহাল হেভিওয়েট নেতা বিজেপি জুজু দেখতে শুরু করলেন? জাতীয় October 21, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর কেন্দ্রীয় সরকারের এক বিশেষ পদক্ষেপে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেয়া হয়। জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় এ রাজ্যকে। জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরে সুবিধা ভোগ করে রাজনৈতিক দল গুলি এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়। ৩৭০ ধারাকে ফেরানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।এই আবহে গত সোমবার ইডির জেরার মুখে পড়েছিলেন কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা। আজ বুধবার তাকে আবার জেরার জন্য ডেকে পাঠানো হল। আজ আবার কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার জন্মদিন। আজকের দিনে তাঁর উপর এই জেরাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে কটাক্ষ করলেন তাঁর পুত্র ওমর আবদুল্লা ও তাঁর দলের অন্যান্য সদস্যরা। প্রসঙ্গত গত ২০১৯ সালের ৫ ই আগস্ট দিনটি সমগ্র দেশের কাছে ছিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রাষ্ট্রপতির বিশেষ ঘোষণায় সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ এ ধারাকে বাতিল করা হয়। এর ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা লুপ্ত হয়। জম্মু-কাশ্মীরকে ভেঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। এ ঘটনার পর থেকেই সেখানকার স্থানীয় রাজনৈতিক দলের নেতারা আন্দোলনের সিদ্ধান্ত নেন। যাদের মূল নেতা এনসিপি নেতা ফারুক আবদুল্লা। এদিকে ৩৭০ ধারা রদ হবার পর থেকে দীর্ঘ সময় ধরে বন্দিদশা কাটিয়েছিলেন কাশ্মীরের এই নেতারা। সম্প্রতি এনসিপি নেতা ফারুক আব্দুল্লা ইডির জেরার সম্মুখে। অন্যদিকে, গত ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশানের নামে ৪৩ কোটি ৬৯ লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন ফারুক আব্দুল্লা সহ আরও চারজন নেতা। এদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্ত শুরু করেছে। সেই সূত্রেই ফারুক আবদুল্লাকে জিজ্ঞাসাবাদ করতে সোমবার তাঁকে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়। আজ আবার জেরার তলব পেলেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বর্ষিয়ান নেতা ফারুক আব্দুল্লাকে এভাবে ডেকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছে এনসিপি। ফারুক আব্দুল্লার পুত্র ওমর আব্দুল্লা এ বিষয়ে একটি টুইট করে জানালেন যে, তাঁর পিতার ৮৪ তম জন্মদিনের দিনে তাঁকে জেরা করতে আবার তলব করেছে ইডি। অন্যদিকে এনসিপি মুখপাত্র ইমরান নবি দার তাদের দলের একটি বিবৃতিতে জানালেন যে, ইডির এই পরিকল্পনা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত। ন্যাশনাল কনফারেন্স দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপির বিরুদ্ধে কিছু বলতে গেলেই সিবিআই, ইডি সহএকাধিক কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়। এমনটাই দীর্ঘ সময় ধরে চলে আসছে। কেন্দ্রের বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলেই তাদের বিরুদ্ধে এই সংস্থাগুলি চড়াও হয়। কেন্দ্রের বিরুদ্ধে যেহেতু বক্তব্য রেখেছিলেন তিনি। তাই এমন ঘটনা ঘটবে বলে তাঁরা আগেই আশঙ্কা করেছিলেন। এ প্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্সর নেতারা অভিযোগ করেছেন, ” কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে আমরা আন্দেলনে নেমেছি। গুপকার ডিক্লেয়ারেশন মেনে পিপলস অ্যালিয়েন্স করেছি। এরপরই ইডি চিঠি পাঠায়। ” আপনার মতামত জানান -