এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তিনদিনের মধ্যে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, ক্রমশ বাড়ছে জল্পনা

তিনদিনের মধ্যে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, ক্রমশ বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূল শিবিরের তৎপরতা বাড়ছে। তার ওপরে আজকে নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করার সাথে সাথে তৃণমূল শিবিরের যে তৎপরতা আরও বাড়বে সে কথা বলাইবাহুল্য। আর তাই এবার কোনরকম খামতি যাতে দলে না থাকে, সেজন্য আগামী একুশে জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের শীর্ষনেতৃত্বদের এক সারিতে বসিয়ে রাজ্য নেতৃত্ত্বের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই বৈঠক ঘিরে শুরু হয়েছে এবার  জল্পনা। জানা গিয়েছে, এই বৈঠকে জেলার দলীয় সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, যুব ও মহিলা সংগঠনের সভাপতি এবং কো-অর্ডিনেটরদের ডাকা হয়েছে।

পাশাপাশি ওই বৈঠকে থাকতে পারে বেশ কয়েকজন বিদ্রোহী নেতা। মনে করা হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার জন্যই কড়া বার্তা দেওয়া হবে এই বৈঠকে। আর সেকারণেই বিদ্রোহী নেতাদেরও ডাক পড়েছে। পাশাপাশি তৃণমূল নেতৃত্ত্ব জানিয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রচার চালাতে হবে। যদিও জানা যাচ্ছে রাজ্যের জেলায় জেলায় কৃষি আইনের প্রতিবাদে প্রতিটি বিধানসভা কেন্দ্রে সভা করা হচ্ছে। আগামী দিনে ভোটের ময়দানে বিভিন্ন হিসাব-নিকাশ করেই নামা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা দলের এক নেতা ইতিমধ্যেই জানিয়েছেন, সংগঠনে বেশ কিছু সমস্যা রয়েছে যা না মেটালে কিন্তু আগামী দিনে বড় বিপর্যয় আসতে পারে।

পাশাপাশি মূল সংগঠনের সঙ্গে শাখা সংগঠনের দূরত্ব বাড়ছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে শাখা সংগঠনগুলিকে তৎপর হওয়ার নির্দেশ আসতে চলেছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। অন্যদিকে দলের নেতা সৌমিক হোসেন ইতিমধ্যেই জানিয়েছেন, জেলার যুব সংগঠন নানা ভাবে কাজ চালাচ্ছে। সোমবার থেকে যুব কর্মীরা দেওয়াল লেখার কাজ শুরু করবে। পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে যেভাবে প্রচার চালানো হবে, ঠিক সেভাবেই কৃষি আইনের প্রতিবাদে লাগাতার আন্দোলনের সূত্রপাত হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন মুর্শিদাবাদ জেলায় কিন্তু তৃণমূলের অবস্থা যথেষ্ট ভালো। শুধু দক্ষ নেতৃত্বের অভাব বড্ড বেশি চোখে পড়ছে। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনে পালে হাওয়া লাগাতে রাজ্য নেতৃত্ব কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মুর্শিবাদের গোষ্ঠীকোন্দলের খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে রাজ্য নেতৃত্ত্বের কাছে। বিশেষ করে রেজিনগরের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের কথা সর্বজনবিদিত। সূত্রের খবর, সম্প্রতি ফারাক্কা, খরগ্রাম, জলঙ্গি, উত্তর লালবাগ শহর সভাপতির পদে নতুন মুখ আসার কথা।

আর তাই সেই সম্পর্কে আলোচনার জন্য কলকাতায় ডাকা হয়েছে মুর্শিদাবাদের নেতাদের। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবির একুশের বিধানসভা নির্বাচনে মসনদ ধরে রাখার লড়াইতে এবার চতুর্গুণ শক্তিতে নামতে চলেছে। আর সেক্ষেত্রে দলের গোষ্ঠীকোন্দল মেটাতে তৎপর হচ্ছে রাজ্য নেতৃত্ব। অন্যদিকে গোষ্ঠী কোন্দলের কারণে কিন্তু দলের ভাঙন এখনো অব্যাহত। তৃণমূল শিবিরের ভাঙনরোধে তাই এবার কড়া পদক্ষেপ রাজ্যের শাসক শিবিরের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!