এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে কি স্বচ্ছতার অভাব! পঞ্চায়েত ভোটে মুখ খুঁজতে এই উদ্যোগ অভিষেকের!

তৃণমূলে কি স্বচ্ছতার অভাব! পঞ্চায়েত ভোটে মুখ খুঁজতে এই উদ্যোগ অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের স্বচ্ছতা নেই, বারবার এই দাবি করে বিরোধীরা। তবে সেই দাবিকে অগ্রাহ্য করে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়, তাদের নেত্রী সততার প্রতীক। তাদের দল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তবে সত্যিই কি তৃণমূলের এই দাবি যুক্তিযুক্ত! ইতিমধ্যেই তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বস্তুত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এবার ভালো প্রার্থীর খোঁজ পেতে নিজের নম্বর দিয়ে সেখানে জানানোর আহ্বান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার ফলে বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে, সত্যিই কি তাহলে তৃণমূলে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে! আর সেই কারণে নম্বর দিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাকে প্রার্থী করলে ভালো হয়, সেই আহ্বান জানাতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে!

সূত্রের খবর, এদিন রানাঘাটে একটি সভায় উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যোগ্য প্রার্থী হিসেবে যদি কাউকে মনে হয়, তাহলে যে কারও নাম 7887778877 নম্বরে ফোন করে জানান।” আর অভিষেকবাবুর এই মন্তব্যের পরেই বিরোধীদের পক্ষ থেকে ছুঁড়ে দেওয়া হয়েছে কটাক্ষ।

তাদের দাবি, তাহলে তো দুর্নীতির অভিযোগ সত্যি! নিচুতলায় যে তৃণমূলের জনপ্রতিনিধিরা ব্যাপক দুর্নীতি করেছে, তা তো বুঝতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! আর সেই কারণেই এখন নতুন মুখ খুঁজতে ফোন নম্বর দিয়ে আহ্বান জানাতে হচ্ছে তাকে। শাসকদলের ক্ষমতায় থেকে শীর্ষ নেতার এই মন্তব্য কাম্য নয়, অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীদের একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!