এখন পড়ছেন
হোম > জাতীয় > তিনসুকিয়া নিয়ে জাতীয় রাজনীতিতে ঝড় তুলতে চলেছে তৃণমূল, দরবার রাষ্ট্রপতির কাছেও

তিনসুকিয়া নিয়ে জাতীয় রাজনীতিতে ঝড় তুলতে চলেছে তৃণমূল, দরবার রাষ্ট্রপতির কাছেও

বৃহস্পতিবার রাতে ব্রহ্মপুত্র নদের চরে দাঁড় করিয়ে নৃশংসভাবে গুলি করে খুন করা হয় ৫ জন বাঙালি যুবককে। এই ৫ জনের মধ্যে ৩ জনই একই পরিবারের সদস্য। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উত্তপ্ত বরাক উপত্যকা সহ গোটা আসাম। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এ রাজ্যেও। তিনসুকিয়ায় বাঙালি নিধনের প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুক্রবারই রাজ্যে ধিক্কার মিছিল বার করে শাসকদল।

সঙ্গ দেন ফিরহাদ হাকিম সহ অন্যান্য তৃণমূলের হেভিওয়েট নেতারা। ঘটনার সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ হস্তক্ষেপও দাবী করেন যুব তৃণমূল নেতা। অসমের বিজেপি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের পদত্যাগও দাবী করে তৃণমূল। তবে এবার আরো একধাপ এগিয়ে তিনসুকিয়া গনহত্যা ইস্যুতে জাতীয় রাজনীতি তোলপাড় করার পরিকল্পনা তৃণমূলের।

বিজেপি সরকারের ঘুম ওড়াতে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে দিল্লী পাড়ি দিতে চলেছে তৃণমূল। দরবার করা হবে রাষ্ট্রপতির কাছে। ইতিমধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আবেদনও করা হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে। রায়সিনা হিল থেকে সাড়া পাওয়া মাত্রই নিহতদের পরিবারকে সঙ্গে নিয়ে দিল্লির পথে ওড়ার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে দলীয় সূত্রের খবরে।

প্রসঙ্গত, এদিন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্ব তৃণমূলের একটি প্রতিনিধি দল তিনসুকিয়া যান বিজেপি-রাজ্যে বাঙালি নিধন এর প্রতিবাদ জানাতে। সেই প্রতিনিধি দলে নাদিমূল হক,মমতাবালা ঠাকুর ও বিধায়ক মহুয়া মৈত্রও ছিলেন। নিহতদের পরিবারকে সহানুভূতি জানানোর পাশাপাশি দেখা করেন আশেপাশের অন্যান্য বাঙালি পরিবারের সঙ্গেও।

প্রয়োজনে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়। এদিন,তৃণমূলের প্রতিনিধিদের সহানুভূতি পেয়ে স্বজনহারা পরিবারের সদস্যরা ক্ষোভ উগড়ে দেন অসমের বিজেপি সরকারের প্রতি। দাবী তোলেন সিবিআই তদন্তের। তারপরই তিনসুকিয়ার গনহত্যার প্রতিবাদ জানাতে কেন্দ্রে দরবার করার ব্যাপারে সিদ্ধান্ত নেয় রাজ্যের শাসকদল।

উল্লেখ্য,শুধু তৃণমূল নয়, বাম-কংগ্রেসও এই ন্যাক্কারজনক গনহত্যার প্রতিবাদ জানাতে এগিয়ে আসে। প্রতিবাদ জানিয়ে গতকাল গোটা দিন ধরেই কালা দিবসের ডাক দেয় অসমের বিভিন্ন বাঙালি সংগঠন। ২৪ ঘন্টা বনধের ভালো প্রভাব পড়েছে অসমে। বন্ধ দোকানপাট,স্কুল-কলেজ,রাস্তাঘাটও শুনশান। অসমে যখন বিরোধীরা এভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে,তখন প্রতিপক্ষের বিরোধীতায় চুপ করে বসে নেই তৃণমূলও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

লোকসভা ভোটের আগে এই ঘটনাকে ইস্যু করেই বিজেপিকে আক্রমণ করার সুযোগ হারাতে চায় না জোড়াফুল শিবির। বিরোধীদের অস্বস্তি বাড়াতে প্রতিপক্ষের ভাবমূর্তি নষ্ট করতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার মাস্টারপ্ল্যান তৃণমূলের,এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!