এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার জয় নিশ্চিত করতে এখন থেকেই পঞ্চায়েত ধরে ধরে বড়সড় পদক্ষেপ তৃণমূলের

বিধানসভার জয় নিশ্চিত করতে এখন থেকেই পঞ্চায়েত ধরে ধরে বড়সড় পদক্ষেপ তৃণমূলের

 

রাজ্য শাসন ক্ষমতায় তৃণমূল থাকলেও নিচুতলায় তাদের সংগঠনের ভঙ্গুর অবস্থা বলে দাবি করা হয়েছিল। তবে লোকসভা নির্বাচনের পর নিন্দুকদের সেই দাবিতে কিছুটা হলেও গুরুত্ব দিতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। বিভিন্ন জায়গায় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছিল যে, সংগঠনের হাল আরও ভালো করে ধরতে হবে।

পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যে সমস্ত আসন বিরোধীদের দখলে রয়েছে, সেই সমস্ত আসন নিজেদের দখলে আনতে গেলে সেখানকার সংগঠনে জোর দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। আর শীর্ষ নেতৃত্বের সেই দাবিকে মান্যতা দিয়ে এবার বিজয়া সম্মেলনিকে সামনে রেখে তৃণমূলের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে পদক্ষেপ গ্রহণ করা হল।

সূত্রের খবর, শনিবার দুপুরে একটি প্রেক্ষাগৃহে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী এবং কালীপুজোর শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি সভার আয়োজন করা হয়। যেখানে তৃণমূলের 30 জন স্থানীয় নেতৃত্ব সহ প্রচুর কর্মী-সমর্থক উপস্থিত হয়েছিলেন।

এদিন এই সভায় আসা সকল কর্মী-সমর্থকদের নাম, ফোন নম্বর এবং ঠিকানা হাজিরা খাতায় লিখে তাদের ভেতরে প্রবেশ করানো হয়। তারপরই সকলের সাথে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করে সংগঠনের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দলের নেতাকর্মীদের এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কান্দি মহকুমা তৃণমূলের সভাপতি গৌতম রায়, কান্দি পৌরসভার চেয়ারম্যান অপূর্ব সরকার, ব্লক তৃণমূল সভাপতি পার্থপ্রতিম সরকার সহ তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিন সভার একদম শেষের দিকে কান্দি ব্লক তৃণমূলের পক্ষ থেকে দশটি পঞ্চায়েতের জন্য একটি করে বিশেষ কমিটি তৈরি করা হয়। আর সেই কমিটি তৈরি করে তারাই এলাকার সাংগঠনিক কাজকর্ম দেখাশোনা করবে বলে নির্দেশ দেওয়া হয় নেতৃত্বের তরফে। শুধু তাই নয়, গোষ্ঠীদ্বন্দ্ব কমানোর জন্য এই কমিটির সদস্যদের বাইরে পরামর্শ নেওয়ার জন্য আর কারও মতামতকে গুরুত্ব দেওয়া হবে না বলেও জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমানে এই কান্দি বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের দখলে রয়েছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে যাতে এই কেন্দ্রটি তৃণমূলের দখলে আনা যায়, তার জন্য আগেভাগেই বিজয়া সম্মেলনীকে সামনে রেখে পঞ্চায়েতের কমিটিগুলোকে শক্তিশালী করতে শুরু করল তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে কান্দি ব্লক তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, “দলকে আরও মজবুত করার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে এই কমিটির সদস্যরা নিজের এলাকায় দলের সাংগঠনিক কাজের দায়িত্বে থাকবেন।” কিন্তু পার্থবাবু যাই বলুন না কেন, সংগঠনের হাল ফেরাতে তৃণমূলের বিলম্বিত বোধোদয় হচ্ছে বলেই মনে করছে বিরোধীরা। আর তাই দেরি করে হলেও সংগঠনকে শক্তিশালী করার জন্য যে উদ্যোগ নিয়েছে শাসকদল, তাতে তারা কতটা সুফল পায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!