এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের ২১ সে জুলায়েই বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে প্রশান্ত কিশোর, জেনে নিন

তৃণমূলের ২১ সে জুলায়েই বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে প্রশান্ত কিশোর, জেনে নিন

প্রতিবার সারাবছর দলের নেতাকর্মীরা ঠিক কোন পথে চলবেন, তা 21 শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকেই বাতলে দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু পরিস্থিতি বদলেছে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলায় অত্যন্ত খারাপ ফল করেছে। আর এই ফলাফলের পরই 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় তার জন্য ঘুটি সাজাতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভোটগুরু বলে পরিচিত প্রশান্ত কিশোরকে দলের রণনীতি তৈরি করার দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই একাধিকবার তৃণমূল নেত্রী এবং তার ভাইপো তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। যেখানে ভবিষ্যতে কিভাবে পথ চলতে হবে, সেই ব্যাপারে একাধিক রণনীতি বাতলে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূলের সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন ভোট গুরু। তবে শুধু দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেই থেমে থাকতে চান না তিনি। সামনেই তৃণমূলের একুশে জুলাই। যেখানে শাসকদলের প্রচুর কর্মী সমর্থকরা উপস্থিত হবেন। আর তাই সেই কর্মীদের মন বুঝতে প্রশান্ত কিশোরের টিম মাঠে ময়দানে নেমে সঠিক মূল্যায়ন যাচাই করতে চাইছেন।

জানা গেছে, ধর্মতলায় তৃণমূলের এই শহীদ সমাবেশের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর। অন্যদিকে কর্মী-সমর্থকদের মাঝে মিশে গিয়ে তার টিম ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সদস্যরা জনতার মুড বুঝতে ব্যস্ত থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দলকে ঘুরে দাঁড় করানোর জন্য প্রশান্ত কিশোরের কাছ থেকেই নানা পরামর্শ নিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই দায়িত্ব নিয়ে শুধু দলের পদাধিকারীদের কাছ থেকেই নয়, সাধারণ কর্মী সমর্থকরা তৃণমূল সম্পর্কে ঠিক কি চাইছেন, তাদের মতামত কি! তা বুঝতেই প্রশান্ত কিশোর তার টিমের সদস্যদের একুশে জুলাইয়ের সমাবেশ মাঠে নামাতে চাইছেন। যেখান থেকে সাধারণ মানুষের সমস্ত মতামত শুনে তৃণমূলকে ঘুরে দাঁড়ানোর জন্য আরও কিছু টনিক দিতে পারেন ভোটগুরু বলে মনে করছে একাংশ।

এদিকে তৃণমূলের এই শহীদ সমাবেশে খুঁটি পূজার মধ্য দিয়ে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে। জানা গেছে, এবারে তিনটি ধাপে মঞ্চ করা হচ্ছে। মূল মঞ্চ 55 ফুট চওড়া এবং প্রথম ধাপের মঞ্চ 10 ফুট লম্বা। যেখানে স্বয়ং তৃণমূল নেত্রী, মন্ত্রিসভার সদস্য, সাংসদ এবং বিশিষ্ট বুদ্ধিজীবীরা থাকবেন।

অন্যদিকে 11 ফুট লম্বা দ্বিতীয় ধাপের মঞ্চটিতে সমস্ত বিধায়ক, কলকাতা পৌরসভার কাউন্সিলর, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য পদাধিকারীরা থাকবেন। আর 12 ফুট বাই 8 ফুট চওড়া তৃতীয় ধাপের মঞ্চটিতে দাড়িয়েই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!