এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ” তৃণমূল এখন বিনয় মিশ্রের মতো তোলাবাজে ভরে গেছে। ” – বিস্ফোরক শুভেন্দু

” তৃণমূল এখন বিনয় মিশ্রের মতো তোলাবাজে ভরে গেছে। ” – বিস্ফোরক শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পুরুলিয়ার সভা থেকে শাসকদল তৃণমূলকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী। পুরুলিয়ায় রোডশো করার পর সভা করছেন শুভেন্দু অধিকারী। এই সভা থেকেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তিনি। তিনি জানান, পুলিশের অনুমতি নিয়ে তিনি সভা করতে এসেছেন, কিন্তু স্থানীয় পুলিশকে দেখতে পাচ্ছেন না তিনি। তিনি জানালেন, তাঁর এত সভা দেখে তৃণমূল দিশেহারা হয়ে পড়েছে। তিনি অভিযোগ করলেন যে, তৃণমূল এখন আর কোন দল নয়, তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। তিনি জানান, পোলিং এজেন্ট দেওয়ার লোকও পাবেনা তৃণমূল। তৃণমূল এখন ভরে গেছে বিনয় মিশ্রের মতো তোলাবাজদের নিয়ে।

সম্প্রতি রাজ্যের মানুষকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেবার যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী জানালেন যে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৩০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে। এখন মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যবাসীকে বিনামূল্যে তিনি ভ্যাকসিন দেবেন। আবার না কেন্দ্রের প্রকল্পের নাম চুরি করেন মুখ্যমন্ত্রী? তিনি জানালেন যে, তিনি আশংকা করছেন মুখ্যমন্ত্রী করোনা ভ্যাকসিনের নাম টিকাশ্রী না রাখেন?

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন যে, ভোটের সময় ব্যালটের বান্ডিল বদলে দিয়ে জোড়াফুল করত তৃণমূল। তিনি তৃণমূলে ছিলেন বলেই, এই বিষয়গুলি তিনি জানেন। তিনি অভিযোগ করলেন যে, জেলা থেকে তোলার টাকা পৌঁছে যেত কলকাতায় । তোলাবাজ ভাইপোর দল চাকরি দিয়েছে। মুখ্যমন্ত্রীকে পরোক্ষে কটাক্ষ করে তিনি জানালেন যে, কয়েকদিন পর মিথ্যাশ্রী, কুত্‍সাশ্রী করতে এখানে আসতে চলেছেন একজন। তিনি প্রশ্ন তুলেছেন, কৃষক নিধি সম্মান থেকে কেন বাংলার কৃষকদের বঞ্চিত করা হবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন যে, আগামী ১৮ ই জানুয়ারি তৃণমূলের মালকিন এখানে আসছেন। হয়তো মিথ্যাশ্রী-কুত্সাশ্রী দেবেন সেদিন তিনি। তিনি জানালেন যে, এখানে বিজেপি আসছে, আগামী দিনেও আসবে বিজেপি। সোনার বাংলা গঠন করবে বিজেপি। তিনি জানান, লাল মাটির মানুষ দিলীপ ঘোষ ও জঙ্গলমহলের মানুষ হলেন তিনি। দুজনে হাত মিলিয়েছেন, বিজেপি জয়লাভ করবে। পশ্চিমবঙ্গকে তুলে দিতে হবে প্রধানমন্ত্রীর হাতে। বিধানসভা ভোটে রাজ্যকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে হবে।

শুভেন্দু অধিকারী জানালেন, কলকাতা ও দিল্লিতে এক দলের সরকার প্রয়োজন। তা না হলে বেকারদের কর্মসংস্থান ঘটবে না। তৃণমূলের সরকার স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছে। কিন্তু এই কার্ডে কেউ চিকিৎসা পেয়েছেন কিনা? জিজ্ঞাসা করলেন তিনি। তিনি জানালেন, নির্বাচনের পর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। যার কার্ড নিয়ে মুম্বাইএর টাটা মেডিকেলেও চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যবাসী। তাঁর বক্তব্যের শেষে শুরু হলো যোগদান পর্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!