এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খেলা সবে শুরু! তৃণমূলের রাঘববোয়ালদের জালে ধরতে এবার বড়সড় পদক্ষেপ অমিত শাহর

খেলা সবে শুরু! তৃণমূলের রাঘববোয়ালদের জালে ধরতে এবার বড়সড় পদক্ষেপ অমিত শাহর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপির নানা নেতারা দাবি করেন, তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রী তাদের দলে যোগ দেওয়ার জন্য লুফিয়ে আছেন। গত লোকসভা নির্বাচনের সময়কালে তৃণমূলের অনিক হেভিওয়েট নেতা, বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন মুকুল রায়ের হাত ধরে। তবে সাম্প্রতিক কালে সেই সমস্ত যোগদান পর্ব সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তবে বাংলায় পরিবর্তনের লক্ষ্যে এবার কলকাতায় ঘাঁটি গাড়তে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত বিজেপিকে তিনি নির্দেশ দিয়েছেন, কলকাতায় তার জন্য একটি অফিস দেখার।

আমাদের আরো খবর পড়তে ক্লিক করুন – প্রিয়বন্ধু বাংলা

অর্থাৎ বাংলায় থেকে তিনি আগামী দিনে বাংলার পরিবর্তনের জন্য যে রণকৌশল কলকাতা থেকেই চালাবেন, তা কার্যত পরিষ্কার। আর অমিত শাহ কলকাতায় আসলেই তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ঘটতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনের আর মাত্র 10 মাস বাকি। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে যাবে। তারা আর উঠে দাঁড়াতে পারবে না। কেননা তাদের দলে ব্যাপক ভাঙ্গন হতে চলেছে।

আরো পড়ুন :- ছাত্রছাত্রীদের সাইকেল জামা বিলিতে শিক্ষার মান বাড়ে না! পিকের নজিরবিহীন তোপ মুখ্যমন্ত্রীকে

বিশেষ সূত্র মারফত খবর, বিজেপির কাছে প্রধান টার্গেট হিসেবে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি একবার তারা এই লক্ষ্যে সাফল্য পেয়ে যায়, তাহলে বিজেপিকে আর 2021 এর জন্য ভাবতে হবে না বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ের সম্রাট শুভেন্দু অধিকারী গোটা রাজ্যে তার রাজনৈতিক বিস্তৃতি ছড়িয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তিনিই যে রাজনৈতিকভাবে অত্যন্ত সাংগঠনিক এবং শক্তিশালী ব্যক্তি, তা বলার অপেক্ষা রাখে না।

বর্তমানে শুভেন্দুবাবু দলের তেমন কোনো শীর্ষপদে নেই। যার জন্য কিছুটা অভিমানী তিনি বলে দাবি করছে তার অনুগামীরা। তাই এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রে দাবি উঠছে, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেন্দুবাবুকে রাজ্য সভাপতি করা হোক। কিন্তু এমন কোনো জায়গা তাকে দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রীবৃদ্ধি করতে সবথেকে বেশি ব্যস্ত রয়েছেন বলে দাবি করছে সমালোচক মহলের। একাংশ বলছেন, সাংগঠনিকভাবে বাম আমলে লড়াই করে যাওয়া শুভেন্দুবাবু নিজের অপমান কিছুতেই সহ্য না করে বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। আর বিজেপি সেই সুযোগকে একেবারেই হাতছাড়া করতে নারাজ। শুভেন্দু অধিকারীকে তারা যদি তাদের দলে যোগদান করাতে পারে, তাহলে শুভেন্দুবাবুর হাত ধরে রাজ্যের শতশত তৃণমূল বিধায়ক, মন্ত্রী এবং নেতাকর্মী গেরুয়া শিবিরে নাম লেখাবেন। ফলে 2021 এর ক্ষমতা বিজেপি আসতে কোনোমতেই অসুবিধে হবে না বলে দাবি করছেন গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল।

আরো পড়ুন :- শাহ-মুকুল আর তৃণমূলের ‘বিশেষ নেতা’, ত্রিফলাতে বিদ্ধ করে নবান্ন থেকে তৃণমূলকে সরাবে বিজেপি?

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কাজে লাগানো হতে পারে বঙ্গ বিজেপির চানক্য মুকুল রায়কে‌। কেননা দল ভাঙ্গানোর কাছে তিনি একেবারে ওস্তাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ঘাঁটি গেড়ে সবথেকে বেশি তৃণমূলের ঘরেই ভাঙন ধরাতে নজর দেবেন বলে মনে করা হচ্ছে।

আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যিনি গেমপ্ল্যান করেন, সেই অমিত শাহ যদি বাংলায় তৃণমূলের ঘরভাঙার দিকে মনোযোগী হন, তাহলে পরিস্থিতি যে বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই বদল হবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। তাই বিজেপির একাংশ বলছেন, কেন্দ্রের অমিত দা এবং বাংলার মুকুলদা, এই দুজনের নেতৃত্বে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ভেঙে তছনছ হয়ে যাবে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, অমিত শাহ কলকাতায় ঘাটি গাড়ার পর তৃণমূলের ঘর কতটা ভাঙতে সক্ষম হন, তার দিকেই নজর থাকবে সকলের।

আরো পড়ুন :- তৃণমূলে রদবদল – পিকের দাওয়াইয়ে পদ পেতে চলেছেন স্বচ্ছ নেতারাই, কপাল পুড়তে পারে ‘সাহসীদের’?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!