তৃণমূলের মঞ্চে উপস্থিত পাঁচ কংগ্রেস বিধায়ক,যোগ নিয়ে জোর জল্পনা কলকাতা রাজ্য July 21, 2018 5 জন কংগ্রেস বিধায়ককে শহীদ মঞ্চে দেখা যাচ্ছে তারা হলেন আবু তাহের, সাবান-ইয়াসমিন, আখরুজ্জামান, অপূর্ব সরকার,সমর মুখোপাধ্যায় তৃণমূলে যোগ নিয়ে জোর জল্পনা। তারা কি শুধুই নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন, নাকি তৃণমূলে যোগ দেবেন বলে এসেছেন? চলছে জোর জল্পনা। আপনার মতামত জানান -