এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে যোগ দিতেই বড়সড় পুরস্কার জুটল ওমপ্রকাশ মিশ্রের – জানুন বিস্তারিত

তৃণমূলে যোগ দিতেই বড়সড় পুরস্কার জুটল ওমপ্রকাশ মিশ্রের – জানুন বিস্তারিত


জল্পনা অনেকদিন ধরেই চলছিল। আর সেই জল্পনা সত্যি করে গতকাল কংগ্রেস নেতা ওম প্রকাশ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। জানা গেছে গতকাল তিনি বিধানসভায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন।উল্লেখ্য যে তাঁর যোগদানের সময় তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন।

যদিও গতকাল তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বড়সড় দ্বায়িত্ব পেয়েছিলেন। তৃণমূল নেত্রী নিজে জানিয়েছিলেন সদ্য যোগ দেওয়া এই অধ্যাপক নেতাকে এডুকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের কোর কমিটিতে তিনিও থাকবেন এবার থেকে। আর এরপর আজ শিক্ষক দিবসে বড় সম্মান পেলেন তিনি। রাজ্য সরকারের তরফ থেকে এদিন তাঁকে শিক্ষারত্ন সম্মান দেওয়া হলো। তৃণমূলে যোগ দিয়েই অধ্যাপক নেতা বড়সড় সম্মান পেলেন।

এদিকে এই নিয়ে মুখ খুলেছেন নিন্দুকেরা। তাদের দাবি এই শুরু হয়ে গেল দলে লোক টানার প্রক্রিয়া। ‘জোর করে পাইয়ে দেওয়ার রাজনীতি। কেননা এটা তৃণমূলের বহুল প্রচলিত। অন্য দল থেকে যারা তৃণমূলে যোগ দিয়েছেন তারাই যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে বড় সড় পদ পেয়েছেন এমন উদাহরণ বহু। সে নেতা কংগ্রেস, সিপিএম থেকে কিংবা বর্তমানে তৃণমূলের বড় বিরোধী বিজেপি থেকেই হোক না কেন? তৃণমূলে যোগ দিলেই পদ। যা নিয়ে দলের অন্দরেও রয়েছে ক্ষোভ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক মহলের মতে, ওমপ্রকাশবাবুকে এই পথ দেওয়ার পিছনে বড়োসড়ো কারণ রয়েছে। বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়ার সংখ্যাটা খুব একটা কম নয়. আর বিজেপিতে গেলেও কোন পদ তারা পাচ্ছেন না শুধু তৃণমূল কেন অন্যান্য দল থেকে বিজেপিতে যাওয়ার প্রবণতা বর্তমানে বড় বেশি দেখা গেছে। কিন্তু সেভাবে বাইরে থেকে এসে কোন নেতা বড়োসড়ো পদ পেয়েছেন এমন উদাহরণ খুবই কম।

প্রায় দুই বছর হতে চলল তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন মুকুল রায়। তিনি আজ পর্যন্ত কোন পদ পাননি। এদিকে তৃণমূলে যারা এসেছেন তারাই যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই পাচ্ছেন বড়সড় পদ। ফলে রাজনৈতিক মহলের প্রশ্ন তবে কি ঘুরিয়ে বিজেপিতে পা বাড়িয়ে থাকা নেতাদেরকে ঘুরিয়ে বার্তা দিতে চাইলেন তৃণমূল নেত্রী যে তৃণমূলের থাকলেই লাভ বেশি ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!