এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা,অভিযোগের তীর বিজেপির দিকে

তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা,অভিযোগের তীর বিজেপির দিকে

এদিন দিনহাটার ভেটাগুড়ি এলাকার তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।কয়েকদিন ধরেই উতপ্ত দিনহাটা।এক তৃণমূল কর্মী খুন হয়েছেন।এর মধ্যেই ভেটাগুড়ির বাসিন্দা বাবরউদ্দিন রহমান ও জহির আলির বাড়িতে একদল দুষ্কৃতী হামলা করেছে বলে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই নিয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী অনন্ত বর্মণ দাবি করেন যে যারা তাদের কর্মীদের বাড়িতে হামলা করেছে তারা সবাই বিজেপি আশ্রিত। মুখে কালো কাপড় বেঁধে তারা এসেছিলো মহিলাদের গায়ে হাত দিয়েছে বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা। পাশাপাশি তিনি জানিয়েছেন যে বাড়ি ভাঙচুর করে মহিলাদের সারি চিরে নানা ভাবে কটূক্তি করে তারা ,এরপর লোকজন জড়ো হলে তারা শুন্যে গুলি করে পালিয়ে যায়। জানা গেছে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে দুটি বাইকে আগুন জ্বালিয়ে দিয়েছে।এর পরেই খাবে পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এই নিয়ে অনন্তবাবু বলেন যে “পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছি বিজেপি -র তাণ্ডব থেকে আতঙ্কমুক্ত করুন।” অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এদিন এই নিয়ে কোচবিহার বিজেপি জেলা সভাপতি নিখিলরঞ্জন দে বলেন, “এটা তৃণমূল ও যুব তৃণমূলের গন্ডগোল। বিজেপি এর সঙ্গে কোনওভাবে জড়িত নয়।” ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!