হয় বিজেপি-বিরোধী নাহয় তৃণমূল-ঘনিষ্ঠ! তাই কি বন্ধ এবারের দেশিকোত্তম পুরস্কার? জাতীয় রাজ্য May 23, 2018 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এবার দেশিকোত্তম সম্মান দেওয়ার পরিকল্পনা বাতিল করা হল কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও এই পুরস্কার দেওয়া হবে না কাউকেই। অমিতাভ বচ্চন,অমিতাভ ঘোষ,গুলজার,বিজ্ঞানী অশোক সেন,সুনীতি পাঠক,যোগেন চৌধুরী,দ্বিজেন মুখোপাধ্যায় এই ৭ জনের নাম পুরস্কারপ্রাপকদের নাম তালিকাবদ্ধ হয়ে বিশ্বভারতীর তরফ থেকে গেছিল কেন্দ্রীয় মানবসসম্পদ উন্নয়নের কাছে। তারপরই যায় দিল্লীতে। কিন্তু তালিকার নামগুলো মনপসন্দ হল না কেন্দ্রের। এদের ভিতর অমিতাভ ঘোষ এবং গুলজার দুজনই কট্টর বিজেপি বিরোধী। তার প্রমাণ মিলেছে গুজরাতের গোধরা কান্ডে তাদের প্রতিবাদের নমুনা দেখে। অন্যদিকে প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী এবং দ্বিজেন মুখোপাধ্যায় দুজনই তৃণমূল ঘনিষ্ঠ। তাই প্রধানমন্ত্রী সহ শিক্ষা দফতর ক্ষুব্ধ আপাতত বিশ্বভারতীর অ্যাকাডেমিক কাউন্সিলারের নামের তালিকা দেখে। তাই দেশিকোত্তম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এমনটাই জানিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সূত্রের খবর। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে তবে এই পুরস্কার না দেওয়ার অন্য কারণ সরকারীভাবে প্রকাশ করেছে তাঁরা। কেন্দ্র থেকে জানানো হয়েছে যে মোদীজির হাতে সময় এবার ভীষণ কম। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো অব্দি সময় দিতে পারবেন তিনি। তার ভিতরই শেষ করতে হবে গোটা অনুষ্ঠান। এছাড়াও তাকে উপস্থিত থাকতে হবে বাংলাদেশ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্যে আবার সময় রাখতে হয়েছে। তাই দেশিকোত্তম বিতরণকে স্থগিত করা হচ্ছে আপাতত। বাতিল করা হচ্ছে না। এর পাশাপাশি তিনজনকে গগন ও তিনজনকে রবীন্দ্র পুরস্কার দেওয়ার কথা ছিল। সেই সম্মান প্রদান অনুষ্ঠানও পিছিয়ে দিতে হচ্ছে বিশ্বভারতী কতৃপক্ষকে। কিন্তু জল্পনা দানা বেঁধেছে এই নিয়ে যে আগে তো কখনোই এইধরনের অনুষ্ঠানে স্থগিতাদেশ পড়েনি। তবে এবার কী হল? শিক্ষা মন্ত্রকের আমলারাও মনে করতে পারলেন না সেটা। আরো জানা গেছে যে, বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে প্রথমে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং বাংলাদেশের দুজন মন্ত্রী ভাষণ দেবেন। শেখ হাসিনা উপস্থিত থাকলে শোনা হবে তার বক্তৃতাও। তবে বিদেশ মন্ত্রক থেকে জানা গেছে যে, বক্তৃতা থাকবে শুধু দুজন প্রধানমন্ত্রীরই। সমাবর্তন অনুষ্ঠানে সম্ভবত ট্র্যাডিশান মেনে এবার হচ্ছে না বেদগানও। এমনকি বিশ্বভারতী কতৃপক্ষকে কৃতজ্ঞতা না জানানোর পরামর্শও এসেছে কেন্দ্র থেকে। আপনার মতামত জানান -