এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল প্রধানমন্ত্রীর কাছাকাছি আসতে চাইছেন,এমনটাই দাবি বিজেপি নেতার

তৃণমূল প্রধানমন্ত্রীর কাছাকাছি আসতে চাইছেন,এমনটাই দাবি বিজেপি নেতার

চলতি মাসের ১৬ তারিফ ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ২৬ টিতেই গেরুয়া ঝান্ডা গাড়া। কিছুদিন আগেই জাতীয় বিজেরশিবিরের সেনাপতি অমিত শাহ এসেও বঙ্গবিজেপির সংগঠনকে চাঙ্গা করে গেছেন। এবারের সফরে মোদীজি পা রাখবেন মেদিনীপুরে। কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত কৃষকসমাজের একাধিক ইস্যু নিয়ে বৈঠকে বসবেন বিশিষ্ট জনের সঙ্গে। তবে বেনজির ভাবে মোদীজির সফরের আগেই ওই এলাকা দলীয় পতাকা,ফেস্টুনে মুড়ে দেওয়ার কথা বলছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

লোকসভা ভোটের আগে এই ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জী সরব হন এবং রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে বলেন যে, মোদীজির সফরের আগে অমিত শাহজী যখন রাজ্যে এসেছিলেন তখনও তৃণমূল কংগ্রেস হিন্দিতে স্বাগতম জানিয়েছিলেন তাকে। কারণ তাঁরা তাদের সাংগঠনিক দুর্বলতা বুঝে গেছে। তাই বারবার কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্বদের বঙ্গে আসার দরুণ আশঙ্কায় আছে তৃণমূল। তাঁদের এধরণের কর্মসূচি দেখে বলাই যায়,আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ই বিরোধী বিজেপি শিবিরকে লোকসভা ভোটে জয়ের আগাম অভিনন্দনই জানাচ্ছেন একরকম।

ওদিকে, মোদীজির সফরকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বদের মধ্যে। এছাড়া মেদিনীপুরের জেলা বিজেপি নেতৃত্বরাও কোমর বেঁধে প্রস্তুতিকার্যে ময়দানে নেমে পড়েছেন। জেলায় যে সমাবেশে যোগ দেবেন মোদীজি তা নিয়ই মূলত তৎপরতা রয়েছে বিজেপিশিবিরে। ইতিমধ্যেই মোদীজির জনসভার জন্য নির্ধারিত কলেজ মাঠ পরিদর্শন করে গেলেন রাজু ব্যানার্জী। তদারক করে গেলেন মঞ্চ হবার জায়গা,বিশিষ্ট নেতৃবর্গদের বসবার স্থান এছাড়াও কর্মী-সমর্থকদের জমায়েত হবার জায়গাটাও। জানালেন মোদীজির জেলায় আসা নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে স্থানীয়দের। সকলেই অপেক্ষা করছেন মোদীজিকে এক ঝলক দেখার জন্যে। এরইমধ্যে চলছে লোকসভা ভোটের প্রস্তুতি পর্ব। ফলতে হাফ ছাড়ার সময় পাচ্ছেন তা বিজেপি নেতৃত্বরা। খাওয়াদাওয়া ভুলে একনিষ্ঠ হয়ে কাজ করে চলেছেন রাজ্যের পদ্মবাহিনী,এমনটাই জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!