এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলে ‘বীতশ্রদ্ধ’ হয়ে বিজেপিতে যোগ দেওয়ায় সকলের ‘অত্যাচারের’ মুখে প্রাক্তন তৃণমূলী

তৃণমূলে ‘বীতশ্রদ্ধ’ হয়ে বিজেপিতে যোগ দেওয়ায় সকলের ‘অত্যাচারের’ মুখে প্রাক্তন তৃণমূলী

পূর্ব মেদিনীপুরের মহিষাদল পঞ্চায়েত সমিতির কিসমত্‍নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস সদস্য এবং বর্তমানে বিজেপি মনোনীত প্রার্থী অর্ধেন্দু ঘোষালের বাড়িতে রাতের অন্ধকারে চড়াও হলো একদল দুষ্কৃতি। অভিযোগ দুষ্কৃতীরা সকালে তৃণমূল আশ্রিত। এলাকার স্থানীয় মানুষদের কাছ থেকে জানা যাচ্ছে,অর্ধেন্দু ঘোষাল স্থানীয় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু বর্তমানে রাজ্যের শাসকদলের কাজে শ্রদ্ধা হারিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন। উল্লেখ্য ২০১৩ সালে ওই বুথে  তৃণমূল প্রার্থী মধুমিতা ভট্টাচার্য ঘোষাল জয়লাভ করেছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি কিসমত্‍নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। আসন্ন নির্বাচনেও তিনি শাসকদলের প্রার্থী হয়েছেন। অন্যদিকে মধুমিতাদেবীর বিপক্ষে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন অর্ধেন্দু ঘোষালের স্ত্রী সুস্মিতা ঘোষাল। এদিকে বিজেপির স্থানীয় নেতাদের অভিযোগ অনুযায়ী, অর্ধেন্দুবাবু তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি বাড়িতে এসে গালিগালাজ করে, বাড়ির সামনে জলের কল ভেঙে দেয়, বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। হুমকি দিয়ে বলে প্রার্থীপদ প্রত্যাহার না করলে আগামীদিন বাড়ি পুড়িয়ে দেওয়া হবে এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। এই বিষয়ে পুলিশকে অভিযোগ করা হলে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেও নাকি অভিযোগ। অবশ্য মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে বললেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের প্রচার জোর কদমে শুরু হয়েছে। বিরোধীরা আমাদের কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে। এর সাথে দলের কোন সম্পর্ক নেই। নিজেদের সমস্যার কারনে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!