এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের মত দলীয় নেতাদের সূচি তৈরি করেও বিজেপি পার্টি অফিস খাঁ খাঁ, মনোবল ভাঙছে কর্মীদের

তৃণমূলের মত দলীয় নেতাদের সূচি তৈরি করেও বিজেপি পার্টি অফিস খাঁ খাঁ, মনোবল ভাঙছে কর্মীদের


অফিস আছে। দলের তরফে নেতাদের কাছে অফিসে বসার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে একেবারেই জনমানবহীন বিজেপির কোচবিহার জেলা কার্যালয়। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে হারের পর জেলায় সকল নেতাকর্মীদের অফিসমুখী করতে এক অভিনব পদক্ষেপ নেন জেলা বিজেপির সভাপতি মালতি রাভা। দিন এবং সময়ওয়ারী তারিখ ঠিক করে কাকে কখন বসতে হবে সেই সম্পর্কে একটি তালিকাও টাঙিয়ে দেওয়া হয় অফিসে।

কিন্তু নেতৃত্বের নির্দেশই সার, বৃহস্পতিবার কোচবিহার ব্যাঙ্কচাতরা রোডে কোচবিহার বিজেপির জেলা কার্যালয়ে নেতা তো দূর অস্ত একটি কর্মীরও দেখা মিলল না। ঘড়িতে তখন সকাল 11 টা। অফিসের ভেতরে দেওয়ালি নেতাদের ডিউটির সময় হিসেবে বেলা 11 টা থেকে বিকেল 4 টা এবং সন্ধ্যা 7 টা থেকে রাত 9 টা পর্যন্ত সময় উল্লেখ করলেও অফিস তখন কার্যত শূন্য।

কিন্তু দ্বিতীয় বিরোধী দল হিসেবে যখন রাজ্য তথা জেলায় আত্মপ্রকাশ করছে গেরুয়া শিবির তখন কেন এহেন অবস্থা কোচবিহারের পদ্ম শিবিরে? তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে হেরে গিয়ে এই নেতারা হতাশ?

ঋণ এ প্রশ্নের উত্তরে কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতী রাভা বলেন, “উৎসবের মরশুমের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। এদিন শীতলকুচি যাওয়ার জন্য আমি জেলা কার্যালয়ে যেতে পারিনি। অনেকেই দলের কাজে ব্যস্ত রয়েছেন। তাই যেতে পারছেন না। তবে কে কবে অফিসে বসবেন তার রুটিন করে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, সামনে লোকসভা ভোট। আর তার আগেই বিরোধীদলের পার্টি অফিসে উপস্থিতির নির্দেশ দিয়েও লোক না দেখা যাওয়ায় অনেকটাই চাপে পদ্ম শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!