এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের কর্মসূচির পাল্টা পথে নেমে তৃণমূলকে অস্বস্তিতে ফেলল বিজেপি, জোর চাঞ্চল্য!

তৃণমূলের কর্মসূচির পাল্টা পথে নেমে তৃণমূলকে অস্বস্তিতে ফেলল বিজেপি, জোর চাঞ্চল্য!

লোকসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর প্রশান্ত কিশোরের পরামর্শ মত নানা জনসংযোগ মূলক কর্মসূচি নিয়ে ময়দানে নেমে পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দিদিকে বলো কর্মসূচির পর বাংলার গর্ব মমতা নামে একটি দ্বিতীয় কর্মসূচি চালু করেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের এই সমস্ত কর্মসূচি যে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে, তা বুঝতে বাকি নেই কারোরই। কিন্তু শাসকদল এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকে দেওয়ার চেষ্টা করলেও, পাল্টা ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলতে চলেছে গেরুয়া শিবির।

ইতিমধ্যেই বিজেপির তরফে আসন্ন পৌরসভা নির্বাচন এবং আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে “আর নয় অন্যায়” নামে একটি অভিযোগ পত্র নিয়ে সাধারন মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কৌশল নেওয়া হয়েছে। অর্থাৎ এই কর্মসূচির মধ্য দিয়ে বিজেপি সাধারণ মানুষের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হবেন। তবে এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হিন্দু বিরোধী, তার ব্যাখ্যা এবার সাধারণের কাছে তুলে ধরতে উদ্যোগী হবেন বিজেপি নেতারা বলে খবর।

আর বিজেপি নেতাদের এই কৌশল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনের আগে প্রবল সমস্যায় ফেলবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করছেন বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে বাংলার একাংশের। সেদিক থেকে বাংলার হিন্দুদের ভোটব্যাংক গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দিকে সেভাবে না আসায়, সেই ভোটব্যাঙ্ক যাতে নিজেদের দিকে আসে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে “হিন্দু বিরোধী” বলে প্রচারে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, “হিন্দুবিরোধী মমতা” নামক অনুচ্ছেদে লেখা হয়েছে, “1947 সালে যে দেশকে ভাগ করা হয়েছিল এই ভেবে যে পশ্চিমবাংলা বাঙালি হিন্দুদের ভূমি হবে। কিন্তু বাংলায় বামফ্রন্ট ও তৃণমূলের রাজ্য সরকার এত বছর ধরে বাঙালি হিন্দুদের অত্যাচার করে গেল।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে “শরণার্থী বিরোধী” হিসেবে বলে নাগরিকত্ব আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মনোভাবকে তুলে ধরেছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ বিজেপি বাংলার মানুষের কাছে “আর নয় অন্যায়” নিয়ে প্রচারে এই সমস্ত বিষয় তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হিন্দুদের বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন বলেই মত বিশেষজ্ঞদের। যার ফলে প্রবল সমস্যায় পড়তে হতে পারে তৃণমূল কংগ্রেসকে।

যদিও বা এই ব্যাপারে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দেশজুড়ে বিজেপি যে পরিমাণ অন্যায় করছে, তাতে এই রাজ্যের মানুষ ওদের জায়গা দেবে না। তাই মেরুকরণের ধুয়ো তুলে এই নিন্দনীয় রাজনীতি করা ছাড়া ওদের পথ নেই।” কিন্তু পার্থবাবু যে কথাই বলুন না কেন, বিজেপি যদি এভাবে প্রচার করে এবং হিন্দুদের মনে দাগ কাটে, তাহলে হিন্দু ভোট নিয়ে তৃণমূলকে প্রবল সমস্যার মুখে পড়তে হবে বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!