এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের ঘুম কাড়তে কেন্দ্রীয় নেতৃত্ত্বের নির্দেশে অভিনব আন্দোলনের পথে গেরুয়া শিবির

তৃণমূলের ঘুম কাড়তে কেন্দ্রীয় নেতৃত্ত্বের নির্দেশে অভিনব আন্দোলনের পথে গেরুয়া শিবির


রাজ্যের সদ্য সমাপ্ত ত্রিস্ত্রীয় পঞ্চায়েত নির্বাচনের সাফল্যে পুরোদস্তুর আত্মবিশ্বাসী গেরুয়া শিবির । এখন সেই আত্মবিশ্বাসকেই পুঁজি করে বিজেপির রাজ্য নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে হওয়া রাজ্যের সন্ত্রাসের অভিযোগে আন্দোলন কর্মসূচী বহাল রাখতে চায়। এই আন্দোলনের উদ্দেশ্য আর কিছুই নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলের পাকাপাকি অবস্থান নিশ্চিত করা এবং রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারকে পরাস্ত করে রাজ্যের শাসন ক্ষমতা দখল করা। এদিকে আবার পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিজেপি বিরোধী ফ্রন্টের অন্যতম নেত্রী। সেই জন্যে বিজপি দলের লক্ষ্য এখন  রাজ্যের আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া। এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পঞ্চায়েত ভোট-সন্ত্রাসকে হাতিয়ার করতে হবে তাঁরই বিরুদ্ধে। জানা যাচ্ছে পরিকল্পনা অনুয়ারী প্রতি রাজ্যের রাজধানীতে বিক্ষোভ অবস্থান জারী হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ জানানো হবে। মূলতঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্যেই গেরুয়া শিবিরের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় কেন্দ্রীয় নেতৃত্বের এই পরিকল্পনার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন। পরিকল্পনা অনুয়ারী জানা যাচ্ছে চলতি মাসের ২৫ তারিখে  রাজ্যের রাজধানীতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে বিজেপি নেতারা জমায়েত হবেন। শুধু তাই নয় প্রতি রাজ্যেই উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির একজন করে নেতা । এই পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আগামী ২ রা জুলাই দিল্লির রাজঘাটে ধরনা কর্মসূচী নেওয়া হয়েছে। ঐ ধর্ণা কর্মসূচীতে কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, শমীক ভট্টাচার্য-সহ দলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। একইসাথে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসায় আক্রান্ত কর্মীরা এবং নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। দিনের পরবর্তী সময়ে বিজেপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করবেন । অবশ্য এর আগেই চলতি মাসের ১৮ থেকে ২৪ তারিখে  সব জেলায় থানা ঘেরাও ও ধর্ণা কর্মসূচী নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!