তৃণমূল যুবনেতা মৃত্যু উত্তরবঙ্গে, অভিযোগের তীর বিজেপির দিকে, উত্তপ্ত আবহাওয়া রাজ্য April 22, 2018 উত্তরবঙ্গের কোচবিহার মাথাভাঙা ফুলবাড়ি এলাকার তৃণমূল যুবনেতা বাবলু সরকারের(২৮) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। গত ১৪ই এপ্রিল মাথাভাঙা ফুলবাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হন বাবলু সরকার। এদিন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে সেদিনের দুই দলের সংঘর্ষের ঘটনায় গেরুয়া শিবিরের কর্মীদের হাতে ভয়ানক শারীরিক নিগ্রহ হয় বাবলু সরকারের। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এমনকি বিজেপি কর্মীরা তাঁর হাতের আঙুল অবধি কেটে নেয় বলে অভিযোগ উঠেছে। ঐদিন গুরুতর আহত অবস্থায় বাবলু সরকার’কে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শাসকদলের এই ছাত্র নেতাকে শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন বাবলু সরকারের মৃত্যুর খবরে ফুলবাড়ি এলাকায় শোকেরছায়া নেমে আসে। পরে তৃনমূল কংগ্রেস এলাকায় শোকমিছিলও করে। এদিন যুব নেতা বাবলু সরকারের স্মৃতিতে ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার কার্য স্থগিত রাখা হয়। তৃণমূল কংগ্রেসের এই যুব নেতার মৃত্যু প্রসঙ্গে বনমন্ত্রী তথা মাথাভাঙার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মণ বললেন, ”বাবলুর মৃত্যু দুঃখজনক ঘটনা। তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন। ফুলবাড়ির যুব সংগঠনে তাঁর প্রভাব ছিল। তাঁর মৃত্যুতে দলের ক্ষতি হল।” আপনার মতামত জানান -