এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > একদিকে ‘মিথ্যা অশ্লীল ছবি’, অন্যদিকে ‘বিকৃত মিথ্যা খবর’ – তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিস্ফোরক অভিযোগ অনুপমের

একদিকে ‘মিথ্যা অশ্লীল ছবি’, অন্যদিকে ‘বিকৃত মিথ্যা খবর’ – তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিস্ফোরক অভিযোগ অনুপমের


অনুপম হাজরা ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন আর সেখান থেকে দাঁড়িয়ে জেতেনও। কিন্তু নিজের সোশ্যাল মিডিয়ায় দলের নানা বিষয়ে পোস্ট ও তৃণমূলের বোলপুরের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সাথে বিবাদে জড়িয়ে কার্যত দলে একপ্রকার ব্রাত্য হয়ে পড়েন তিনি। আর এর পরেই বিষ্ণুপুরের সাংসদ তথা অনুপম হাজরার ভালো বন্ধু সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দিলে, দলে ব্রাত্য থাকা নিয়ে একটি পোস্ট করেন অনুপম হাজরা। তাতে যদিও দল ছাড়ার কথা কোথাও লেখেন নি তিনি। কিন্তু দল তাঁর উপর আর আস্থা রাখতে না পেরে তাঁকে বহিস্কার করে!

আর এর কয়েকদিন পর তিনি বিজেপি তে যোগ দেন এবং বিজেপি তাঁকে যাদবপুর থেকে প্রার্থী করে। কিন্তু এদিন তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অশ্লীল ছবি ঘুরে বেড়াতে দেখা যায় যা ঘিরে বিতর্ক শুরু হয়। তার রেশ মিটতে না মিটতেই এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে তাঁর সাক্ষাৎকার বের হয়। সেখানে দাবি করা হয় – বিজেপি প্রার্থী অনুপম হাজরা বিজেপির কর্মীদের ‘অকর্মণ্য’ বলে আখ্যা দিয়েছেন। এদিকে এই নিয়ে হৈচৈ পরে যায় রাজ্য-রাজনীতিতে। আর এইসবের পরিপ্রেক্ষিতে এদিন তিনি নিজেই সোচ্চার হয়েছেন তাঁর ফেসবুক পেজে।

তিনি দাবি করেন যে, এমন কিছু তিনি বলেন নি। তাঁর দাবি সেই সাক্ষাৎকারে যাদবপুরের এক বিজেপি নেতার সম্বন্ধে তাঁর কাছে প্রশ্ন করলে তিনি জানান, ‘ওই বিজেপি নেতা যাদবপুরে অত সক্রিয় নন’ – কিন্তু তার মানে এই নয় যে সেটার অর্থ দাঁড়াচ্ছে ‘অকর্মন্য’! অনুপমবাবুর স্পষ্ট অভিযোগ, তাঁর এই মন্তব্য বিকৃত করে ওই প্রথম শ্রেণীর বাংলা দৈনিকের ডিজিটাল সংস্করণে – “বিজেপি কর্মীরা সব অপদার্থ, ক্ষোভ স্বয়ং অনুপম হাজরা’র” – এই শিরোনামে সংবাদটি প্রকাশ করা হয়েছে। যা আদতে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন অনুপম হাজরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুপমবাবুর বক্তব্য, ‘দলীয় কর্মী-সমর্থকরা আমার কাছে অনন্য সম্পদ। তাঁদের কারোর বিরুদ্ধে এই ধরনের কোনও মন্তব্যের প্রশ্নই আসে না।’ একইসাথে অনুপমবাবুর বিস্ফোরক অভিযোগ, দলীয় কর্মী সমর্থকদের মনোবল ভাঙার জন্যই এ ধরনের মিথ্যা খবর রটাচ্ছে ওই সংবাদপত্রটি। তৃণমূলের আর্থিক সহায়তায় চলা সংবাদমাধ্যমগুলো এসব বাজারি খবর প্রকাশিত করছে। তৃণমূল রাজনৈতিক ভাবে পেরে না উঠে এখন ভুয়ো খবরের আশ্রয় নিয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে রাজ্যের শাসকদলের যোগ নিয়ে এইভাবে বিস্ফোরক অভিযোগ করে কার্যত তিনি নাড়িয়ে দিয়েছেন রাজ্য-রাজনীতি।

এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর অশ্লীল ছবি নিয়েও এদিন তিনি দাবি করেন যে, “যাদবপুরে যে তাঁরা নিশ্চিত হারছেন তা বুঝে গিয়েছেন তৃণমূল নেতারা। সেজন্যই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি প্রকাশ করে অনুপম হাজরার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। আর সেই জন্যই ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে।” যদিও ভুয়াে ছবি ছড়িয়ে কোনও মতেই তাঁর ভাবমূর্তি নষ্ট করা যাবে না বলে দাবি করেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী। তবে, দুটি পরপর ঘটনায় যেভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে তাতে রীতিমত ক্ষোভে ফুঁসছেন এই তরুণ অধ্যাপক নেতা।

এদিকে তবে তাঁর বক্তব্য, কোনও ছবি বা ভিডিওর সত্যতা যাঁচাই না করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা গুরুতর অপরাধ। আর তাই তিনি, পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন। কমিশনের কাছে তিনি আবেদন করেছেন যে, অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। কেননা তাঁর দাবি, এর ফলে তাঁর যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তার দায় নেবে কে? অনুপমবাবুর বিরুদ্ধে এইসব মিথ্যাচার গেরুয়া শিবিরও যে ভালোভাবে নেয় নি বলায় বাহুল্য। তবে, এই নিয়ে ওই সংবাদমাধ্যমের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!