এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার বোর্ড গড়তে ঘাসফুলের সাহায্য নেওয়ার ভাবনা গেরুয়া শিবিরের – শোরগোল রাজ্য রাজনীতিতে

এবার বোর্ড গড়তে ঘাসফুলের সাহায্য নেওয়ার ভাবনা গেরুয়া শিবিরের – শোরগোল রাজ্য রাজনীতিতে


ভাগ্যের এমনই পরিহাস যে ন’টিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে চুড়ান্ত অনিশ্চয়তায় গেরুয়া শিবির। পরিস্থিতি যা তাতে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের সমর্থন ছাড়া বোর্ড গঠন সম্ভব নয়। তাই পঞ্চায়েত স্তরে বোর্ড গঠনের মাধ্যমে টিকে থাকতে গেলে গেরুয়া শিবিরের কাছে উত্তর বঙ্গের  দক্ষিণ দিনাজপুরের এখন একমাত্র পরিত্রাতা বলতে একমাত্র তৃণমূল কংগ্রেস। তবে পরিস্থিতি যেরকমই হোক না কেনও এখনই ঘরের কথা বাইরে বলতে রাজী নয় রাজ্য বিজেপি।

প্রসঙ্গত বহু আইনী জটিলতা কাটিয়ে অবশেষে চলতি মাসের ২৭ এবং ২৮ তারিখ দক্ষিণ দিনাজপুর বিজেপির পক্ষ থেকে জেলার গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন স্থির হয়েছে। উল্লেখ্য, মোট  ৬৫টি গ্রাম পঞ্চায়েতের সমন্বয়ে গঠিত উত্তরবঙ্গের এই জেলায় গঙ্গারামপুর মহকুমার চারটি ব্লকে ২৭ শে অগষ্ট এবং বালুরঘাট মহকুমার বাকি চারটি ব্লকে ২৮ শে অগষ্ট বোর্ড গঠন করা হবে।

জানা যাচ্ছে বালুরঘাট ব্লকে চারটি, কুমারগঞ্জ ব্লকের দু’টি, তপনে একটি, বংশীহারি ও কুশমণ্ডি ব্লকের একটি মিলিয়ে মোট ন’টি গ্রাম পঞ্চায়েতের একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বিজেপি ৷ সংশ্লিষ্ট স্থানগুলিতে বোর্ড গঠনের কোনো সমস্যা নেই। কিন্তু  বালুরঘাট ব্লকের চকভৃগু ও চিংগিশপুর, হিলি ব্লকের বিনশীরা ও ধলপাড়া ও কুমারগঞ্জের সমজিয়া গ্রাম পঞ্চায়েতে একক দল হিসেবে বেশি আসন পেলেও বোর্ড গঠন করতে হলে অন্য দলের সমর্থন প্রয়োজন বিজেপি দলের।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে সমর্থনের জন্যে তৃণমূল কংগ্রেসই হোক বা শাসক দল বিরোধী অন্য কোনো দল হোক কারোর সাথেই কোনো কথা এখনও এগোয়নি গেরুয়া শিবিরের। তাই বোর্ড গঠন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানালেন, একক সংখ্যাগরিষ্ঠতায় তাঁরা ন’টিতে বোর্ড গঠন করবেন৷ কিছু গ্রাম পঞ্চায়েতে তাঁরা এগিয়ে থাকলেও বোর্ড গঠনে সমর্থন দরকার৷ তাঁদের আশা, এগিয়ে থাকা গ্রাম পঞ্চায়েতে তারাই বোর্ড গঠন করবেন অন্যদের সমর্থনে৷ তাঁদের বিষয়েও পরিকল্পনা চলছে বলে তিনি জানালেন৷

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!