এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেন খোদ সভাপতি! বিস্ফোরক অভিযোগ গেরুয়া শিবিরে

তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেন খোদ সভাপতি! বিস্ফোরক অভিযোগ গেরুয়া শিবিরে


রাজ্যের শাসক দলের সাথে গোপণে সম্পর্ক রাখার অভিযোগে দলের অন্য কর্মীদের রোষের মুখে পড়লেন খোদ গেরুয়া শিবিরের জেলা সভাপতি। ফলস্বরূপ সভাপতি পদ থেকে অপসারণ। ঘটনাটি ঘটেছে হুগলী জেলায়। জেলারই বিজেপি সভাপতি সুবীর নাগের বিরুদ্ধে অভিযোগ আনলো দলেরই স্থানীয় নেতা ও কর্মীরা। শুধু তাই নয় হুগলী জেলা বিজেপির কর্মীরা এই অভিযোগ জানালেন সরাসরি  রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে । তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রেখে চলেছেন সভাপতি। শুধু তাই নয় দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো অভিযোগ জানালেও তাতে বিশেষ গুরুত্ব দেন না দলের জেলা সভাপতি। পরিবর্তে সেই সময়ে অন্য প্রসঙ্গে কথা শুরু করেন তিনি। দলেরই জেলা কর্মীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়ে বললেন , ” এই পঞ্চায়েত নির্বাচনের সময়ে আমরা নিচুতলার নেতা-কর্মীরা মার খেযেছি। আবার আমাদের বিরুদ্ধেই মিথ্যে মামলা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু ডেকেও আমরা জেলা সভাপতিকে পাশে পাশে পাইনি।” বিজেপির জেলা নেতৃত্বে অন্য অংশের অভিযোগ,  ” বিজেপি জেলা সভাপতি সুবীর নাগের গোপন আঁতাত রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তিনি দু-নৌকায় পা দিয়ে চলছেন।” দলের জেলা কর্মীদের সকলের অভিযোগ শুনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের আস্বস্ত করে বললেন, ” আপনারা অভিযোগ করলেন, আমরা তা খতিয়ে দেখব। তিনি যদি সত্যিই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তবে দলের তরফে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সভাপতির বিরুদ্ধে অভিযোগ আপনারা জানাতেই পারেন। বিজেপিতে সবার বিরুদ্ধেঅ অভিযোগ জানানো যায়। কারণ এই দলে সবার কথা বলার অধিকার রয়েছে।” দলের প্রশংসা করে দিলীপ বাবু এদিন আরোও বললেন, ” বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। বিজেপি একাই লড়ে বাংলায় প্রকডত পরিবর্তন আনবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল ওরা ঠিক করুক কে কার শত্রু বা মিত্র। আমরা তৈরি ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা কাউকে শত্রু মনে করি না, যাঁরা ইচ্ছা করবে বাংলায় পরিবর্তন আনার, তাঁরাই আমাদের মিত্র হতে পারেন। আমরা সেইসব মিত্রদের আহ্বান জানাচ্ছি। “

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!