এখন পড়ছেন
হোম > রাজ্য > আউশগ্রামে বোমা মেরে তৃণমূল নেতাকে জখম করে নৃশংসভাবে কুপিয়ে খুন

আউশগ্রামে বোমা মেরে তৃণমূল নেতাকে জখম করে নৃশংসভাবে কুপিয়ে খুন

বর্ধমানের আউশ গ্রামে আউশগ্রাম-১ বিল্বগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়কে এদিন কুপিয়ে খুন করা হলো। এই ঘটনায় সন্দেহজনক কয়েকজনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছেন। এদিকে নিহত তৃণমূল কংগ্রেস নেতার পরিবার সূত্রে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরে তাঁকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল একদল দুষ্কৃতী। বিল্বগ্রামেরই অধিবাসী উজ্জ্বলবাবু ঘটনার দিন সন্ধেয় দলীয় কার্যালয়ে নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে বনপাশ রেল গেটের কাছে একটি চায়ের দোকানে বসে সেখানে উপস্থিত লোকজনের সাথে দলীয় কাজকর্ম নিয়ে আলোচনা করছিলেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যাচ্ছে এমন সময়ে আচমকাই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরে লাঠি, রড, টাঙ্গি দিয়ে তাঁর মাথায় কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর পরিবারের লোকজন তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। সেই উদ্দেশ্যে পরিবারের লোকজন সংকট জনক অবস্থায় থাকা উজ্জ্বল বাবুকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। নিহত তৃণমূল নেতার ভাগ্নে উজ্জ্বল চট্টোপাধ্যায় জানালেন বেশ কিছুদিন ধরেই তাঁর মামাকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু তাতে ভীত না হয়ে উজ্জ্বল বাবু তাঁর দলীয় উন্নয়নমূলক কাজকর্ম বজায় রেখেছিলেন। এলাকার সুষ্ঠু উন্নয়নের স্বার্থে ন’জনের একটি কমিটিও গঠন করে ছিলেন বলেও জানা যাচ্ছে । এদিনের ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশসুপার ভাস্কর মুখোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দেননি। সব মিলিয়ে উত্তপ্ত আউশগ্রাম। পুলিশ এদিনের ঘটনায় দোষী সন্দেহে শেখ তোরাব, ক্ষেত্রনাথ ঘোষ, মণ্টু ঘোষ ও কাশীনাথ ঘোষ প্রমুখকে আটক করেছে। এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!