এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলনেত্রীর ঠিক করে দেওয়া প্রার্থীকে হারিয়ে ‘গোঁজকে’ জেতানোয় শাস্তির মুখে একাধিক শীর্ষনেতা

তৃণমূলনেত্রীর ঠিক করে দেওয়া প্রার্থীকে হারিয়ে ‘গোঁজকে’ জেতানোয় শাস্তির মুখে একাধিক শীর্ষনেতা

তৃণমূলনেত্রীর ঠিক করে দেওয়া প্রার্থীকে হারিয়ে ‘গোঁজকে’ জেতানোয় শাস্তির মুখে একাধিক শীর্ষনেতা। ঘটনাটি নাদিয়া জেলার। ঘটনা হলো ইরাকের মসুলে জঙ্গি হামলায় যে সব ভারতীয় নিহত হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন নদীয়ার সমর টিকাদার। তাঁর পরিবারকে নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে হাজির হয়েছিলেন বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান সুমনা বিশ্বাস। তাঁর সাথে কথা বলে জানতে পারেন যে দলের নির্দেশ অমান্য করে দলের নেতারা তাঁকে টিকিট না দিয়ে ঝর্ণা বিশ্বাস নাম অন্য একজনকে টিকিট দিয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের মহাসচিব তথা নদীয়া জেলা সংগঠনের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় ফোন করে জেলা নেতৃত্বকে জানান যে সুমনা বিশ্বাসকেই টিকেট দিতে। আর সেই কথামতো সুমনা বিশ্বাস দলের প্রতীক পান। কিন্তু এদিকে বেঁকে বসেন ঝর্না বিশ্বাস। অভিযোগ দলের একাংশের মদতে বিক্ষুব্ধ প্রার্থী হিসেবে তিনি লড়াইেয়ে থেকে যান। তৃণমূলের প্রার্থী সুমনাকে হারিয়ে গোঁজ ঝর্ণা বিজয়ী হন। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করে দলের রোষের মুখে পড়তে চলেছে নদীয়া জেলা নেতৃত্ব। জানা গেছে দলনেত্রী স্বয়ং নদীয়ার মহেশপুর গ্রাম পঞ্চায়েত আসনে এই পরাজয়ে যথেষ্টই ক্ষুব্ধ। জানা গেছে সুমনা বিশ্বাসকে ডেকে পাঠিয়ে বিস্তারিত খবরাখবর নিয়েছেন তৃণমূল মহাসচিব। পাশাপাশি জেলার সভাপতি গৌরীশঙ্কর দত্তও দেখা করেন। এদিকে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে নিহত তৃণমূল কর্মীদের তালিকায় শীর্ষে রয়েছে নদীয়া। দলের নেতাদের মতে জেলা নেতৃত্বের উপরতলার মদত ছাড়া বিক্ষুব্ধ নির্দলের পক্ষে ভোটে জেতা সম্ভব ছিল না। অভিযোগ এও উঠেছে যে নিজেদের অপছন্দের প্রার্থীকে হারাতে কোথাও কোথাও বিজেপিকেও জিতিয়ে দেওয়া হয়েছে। আর তাই মনে করা হচ্ছে যে এর জেরে দলের জেলা সংগঠনে রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!